আগামী দুই সপ্তাহর মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল

শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে ভিক্টোরিয়ার হয়ে খেলতে পারেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই পেশাদার ক্রিকেটে ফিরে আসবেন। তাঁর আন্তর্জাতিক প্রত্যাবর্তনের জন্য মার্চে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে তিনি লক্ষ্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

২০২২-এর নভেম্বরে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ৩৪ বছর বয়সী অলরাউন্ডার আজবভাবে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন এবং তাঁর বাম ফিবিউলা ভেঙে গিয়েছিল। ফলে চলমান বিগ ব্যাশ লিগ থেকে বাদ যান ম্যাক্সওয়েল এবং প্রায় তিন মাসের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। ম্যাক্সওয়েল খেলার জন্য যথেষ্ট ফিট থাকলে জাতীয় নির্বাচকরা তাঁকে চার ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে নির্বাচনের জন্য বিবেচনা করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।

ম্যাক্সওয়েল সাতটি টেস্টে অজিদের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালে শ্রীলঙ্কায় ওয়ার্ন-মুরালিধরন ট্রফির জন্য অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াডেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু তিনি একাদশে জায়গা পাননি। মাঠে নামতে না পারায় ম্যাক্সওয়েল নিজেও হতাশ এবং ফক্স ক্রিকেটের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলাপচারিতার সময় সেই হতাশার কথা স্পষ্ট করে দিয়েছেন।

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল

“এটা সম্ভবত সারাজীবন আমাকে বিরক্ত করবে। সতীর্থদের খেলতে দেখার সুযোগ পেয়ে ভালো লাগছে। যখন থেকে আমি টেস্ট দেখছি, ভারতে যাওয়া দলগুলোর মধ্যে এটাই সেরা স্কোয়াড বলে মনে করি,” ম্যাক্সওয়েল ফক্স ক্রিকেটকে বলেছিলেন।

“গত বছর ক্যামেরন গ্রিন দুর্দান্তভাবে শ্রীলঙ্কায় তার ক্ষমতা দেখিয়েছিল, মাঠে নেমেই সরাসরি সেখানকার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে তা বাস্তবায়ন করতে সক্ষম হওয়া এবং তাদের গেমপ্ল্যানকে কাজে লাগানোয় তারা উজ্জ্বল ছিল,” তিনি আরও যোগ করেছেন।

দ্য এজ অনুসারে, এই তারকা অলরাউন্ডার ভিক্টোরিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ খেলতে পারেন যা ৯ই ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে। অস্ট্রেলিয়ার ওডিআই দলে শীঘ্রই ম্যাক্সওয়েলের ফিরে আসা ক্যাঙ্গারুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপে তাদের অন্যতম প্রধান খেলোয়াড় হতে চলেছেন।