আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দ্বিতীয় সারির ভারতীয় স্কোয়াড নামাতে পারে বিসিসিআই

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিতে পারে বোর্ড

Indian ODI Team
Indian ODI Team. (Image Source: BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেটাররা দুই সপ্তাহও বিশ্রাম পাবে না, কারণ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি) ফাইনাল খেলতে নামবে ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে। এরপরে প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের পরিকল্পনা করেছে বিসিসিআই।

টিম ইন্ডিয়ার ব্যস্ত ক্রিকেট সময়সূচী বিবেচনা করে বিসিসিআই সেই সিরিজ বাতিল করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তবে বেশ কিছু প্রতিবেদন অনুসারে, ভারতীয় বোর্ড খেলোয়াড়দের কাজের চাপ ব্যবস্থাপনার প্রচেষ্টার অংশ হিসাবে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সারির ভারতীয় স্কোয়াড খেলানোর বিষয়ে পরিকল্পনা করছে। সেক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড়দের আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ভেবে খেলোয়াড়দের কাজের চাপ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হচ্ছে। সেই কারণেই টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলিকে ঘরের মাঠের সিরিজে বিশ্রাম দেওয়া হবে। সিরিজটির সূচী এখনও নির্ধারণ করা হয়নি, তবে ২০ থেকে ৩০ জুনের মধ্যেই আয়োজিত হতে পারে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি আইপিএল ২০২৩ ফাইনালে অংশ নেবেন

এদিকে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সম্প্রতি মিডিয়া অধিকারের জন্য দরপত্র বরাদ্দের বিষয়ে মিডিয়ার সাথে যোগাযোগ করেছিলেন। আফগানিস্তানের ভারত সফরের নিশ্চয়তার উপর ভিত্তি করে মিডিয়া স্বত্বাধিকারের বিষয়টি অগ্রসর হবে।

“বিসিসিআই মিডিয়া রাইট টেন্ডার এই বছর (জুন-জুলাই) হবে এবং আফগানিস্তান সফরের উপর নির্ভর করবে, তবে সম্ভবত অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রক্রিয়াটি শুরু হবে। বোর্ড সংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের সাথে কথা বলবে এবং একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তে পৌঁছবে,” জয় শাহ মিডিয়াকে বলেছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর সভাপতি মিরওয়াইস আশরাফ বর্তমানে ভারতে এসেছেন, এবং তিনি আইপিএল ২০২৩-এর ফাইনালে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এশিয়া কাপ ২০২৩-এর ভাগ্য নির্ধারণের জন্য একটি সভা পরিচালনা করতে পারে। এই উপলক্ষ্যেই উভয় দেশের বোর্ড সীমিত ওভারের সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওডিআই এবং দুটি টেস্ট খেলবে। সফরটি ১২ই জুলাই শুরু হবে এবং ১৩ই অগাস্ট পর্যন্ত চলবে। তারপরে, ভারত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তিন ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে।