২০২২ আইপিএল কি তবে পুরোটাই মহারাষ্ট্রে আয়োজিত হবে! সূত্রের ইঙ্গিত তেমনই

যদি ভারতে আয়োজন না করা যায় তা হলে আবার বিদেশে হবে আইপিএল

IPL. (Photo Source: IPL/BCCI)

রিপোর্টগুলি বিশ্বাসযোগ্য হলে বলা যায়, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দেশে কোভিড-১৯ মহামারীকে মাথায় রেখে মহারাষ্ট্রে ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্পূর্ণভাবে আয়োজন করার পরিকল্পনা করছে। দেশে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএল সংস্করণটি সুষ্ঠুভাবে চালানোর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে। 

Advertisement
Advertisement

গত দুই বছর ধরেই বিসিসিআই টি-টোয়েন্টি লিগ আয়োজনে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সমগ্র আইপিএল ২০২০ সংযুক্ত আরব আমিরাতে সংঘটিত হয়েছিল। ২০২১ আইপিএল প্রাথমিকভাবে ভারতে দর্শকশূণ্য স্টেডিয়ামে শুরু হলেও বায়ো বাবলের মধ্যে কোভিডের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় টুর্নামেন্টটি মাঝপথেই সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করতে হয়েছিল।  

মহারাষ্ট্রে চারটি স্টেডিয়াম হতে পারে আইপিএলের সম্ভাব্য কেন্দ্র

রিপোর্ট অনুসারে, বিসিসিআই আসন্ন আইপিএল মরসুম চারটি ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা করছে। সেগুলি হল – মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুনের কাছে গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। 

“৫ জানুয়ারী, হেমাং আমিন (বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন সিইও এবং আইপিএলের চিফ অপারেটিং অফিসার) এমসিএর এপেক্স কাউন্সিলের বৈঠকের ফাঁকে এই বিষয়ে বিজয় পাটিলের (মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি) সাথে যোগাযোগ করেন। পরবর্তীকালে, কয়েকদিন পরে, আমিন এবং পাটিল এনসিপি সুপ্রিমোর বাসভবনে শরদ পাওয়ারের সাথে দেখা করেন,” টাইমস অফ ইন্ডিয়াকে একটি সূত্র জানিয়েছে। 

“পাওয়ার বিসিসিআইয়ের প্রস্তাবে তাঁর সবুজ সংকেত দিয়েছেন। এই সপ্তাহে বা আগামী ১০ দিনের মধ্যে তিনি, বিসিসিআই এবং এমসিএ কর্মকর্তারা এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতির ব্যবস্থা করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যের মুখ্য সচিব দেবাশীষ চক্রবর্তীর সাথে দেখা করবেন।  

“এই বিষয়ে কোনও সমস্যা হওয়া উচিত নয়, কারণ টুর্নামেন্টটি কোনও দর্শক ছাড়াই একটি কঠোর জৈব বাবলের মধ্যে খেলা হবে এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের ঘন ঘন পরীক্ষা করা হবে,” সূত্রটি যোগ করেছে।

সূত্র থেকে জানা যাচ্ছে যে মহারাষ্ট্র এবং মুম্বাই করোনভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হলেও, ক্রীড়া ইভেন্টটিকে সবুজ সংকেত দেওয়া হতে পারে যদি কিছু নিয়ম অনুসরণ করা হয়।

সূত্রগুলি আরও বলেছে যে ভারতে পরিস্থিতির উন্নতি না হলে, বিসিসিআই আসন্ন আইপিএল সংস্করণটি ভারতের বাইরে স্থানান্তরিত করতে পারে। ২০২২ আইপিএলে দুটি নতুন দল সংযোজিত হয়েছে।