জন্মদিনে বিরাটের রেকর্ডে চোখ বুলিয়ে নিন

Virat Kohli. (Photo by Gareth Copley/Getty Images)

বিরাট কোহলি মানেই রেকর্ড আর রেকর্ড মানেই বিরাট কোহিল। এই দুটো কথা এখন সমার্থক। আজ অর্থাৎ শুক্রবার ৩৩ বসন্তে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুভেচ্ছার ঝড়। ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা বিরাটকে জন্মদিনে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বিরাটের অগুণিত অনুরাগী এদিন সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে জন্মদিনের শুভেচ্ছা বার্তা।

Advertisement
Advertisement

বিরাট তিরিশ বছর বয়সের আগে ২১৬টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন। তিরিশের পর ৩৮টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন। সেখানে তিরিশের আগে ভিকের সেঞ্চুরির সংখ্যা-৩৮, তিরিশের পর সেঞ্চুরির সংখ্যা- ৫। তিরিশের আগে কোহলি ৭৩টি টেস্টে খেলেছেন। তিরিশের পর তিনি খেলেছেন ২৩টি টেস্ট ম্যাচ। লাল বলের ক্রিকেটে তিরিশের আগে তাঁর সেঞ্চুরি ২৪টি। তিরিশের পর বিরাটের টেস্ট সেঞ্চুরি এসেছে ৩টি। তবে তিনি যদি আরও পাঁচ বছর নিয়মিত খেলা চালিয়ে যান, আর নিজের পুরনো ফর্ম ফিরে পান তা হলে তিনি অনায়াসেই সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছাপিয়ে যাবেন। এমনই শোনা যাচ্ছে বিশেষজ্ঞমহল থেকে।

তিনিই এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহকারী। সেই সঙ্গে তিনি ছাপিয়ে গিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও। সচিনের ২৩ হাজার আন্তর্জাতিক রান করতে লেগেছিল ৫২২ ইনিংস। বিরাটের সেই মাইলফলকে পৌঁছতে লেগেছে ৪৯০ ইনিংস।

এক নজরে দেখুন দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রান সংগ্রহকারী পাঁচ ক্রিকেটার-

বিরাট কোহলি- ৪৯০
সচিন তেন্ডুলকর- ৫২২
রিকি পন্টিং- ৫৪৪
জ্যাক কালিস- ৫৫১
কুমার সঙ্গকারা- ৫৬৮

আজ বিরাট কোহলির জন্মদিনে টি ২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামেছে ভারতীয় দল। বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নেওয়াই লক্ষ্য।