বেঙ্গালুরু-হায়দরবাদ ম্যাচ কোথায় কখন দেখবেন জেনে নিন

Manish Pandey and AB de Villiers
Manish Pandey and AB de Villiers. (Photo Source: IPL/BCCI)

একটি টিম প্লে অফে উঠে গিয়েছে। আর একটি টিম হেরেই চলেছে। খেলার ইচ্ছে নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর অন্য টিমটি সানরাইজার্স হায়দরাবাদ। তুলনামূলক ভাবে বিরাটরা আজকে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে তা বলাই বাহুল্য। তাই আজকে রিজার্ভ বেঞ্চ দেখে নিতে পারে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্ট। প্লে অফের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের।

আর অন্যদিকে নিজেদের সেরা টিম নিয়েই সানরাইজার্স হায়দরাবাদ নামতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ,দলে প্রতিভাবন ক্রিকেটারের অভাব নেই। পাশাপাশি ভারতের নতুন স্পিড স্টারকে দেখা গিয়েছে হায়দরাবাদ টিমেই। যাঁর গতি ঘণ্টায় ১৫০ কিমি ছুঁয়েছে। সেই মালিক কেমন বলে আজ সেদিকেও তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমী দর্শকরা।

কিন্তু এই ম্যাচ কখন হবে, কোথায় দেখা যাবে সে বিষয়ে বিস্তারিত একবার দেখে নেওয়া যাক –

ম্যাচটি কোন মাঠে হবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি আবু ধাবিতে হবে।

ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭টায় টস হবে।

কোথায় দেখা যাবে এই ম্যাচ ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

অন্যদিকে টি২০ বিশ্বকাপে ভারতের অন্যতম বোলার ভূবনেশ্বর কুমার আজকে কেমন পারফর্ম করে সে বিষয়ে তাকিয়ে থাকবে ভারতের টিম ম্যানেজমেন্ট। কারণ, আইপিএলের শেষ কয়েকটি ম্যাচে বিশ্বকাপে দলের সব সদস্যদের পারফরম্যান্সই নজরে থাকবে।