আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি থেকে দুর্বলতা

Faf du Plessis and Virat Kohli
Faf du Plessis and Virat Kohli. (Image Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে অন্যতম শক্তিশালী দল হলেও এখনও পর্য়ন্ত াইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলের মঞ্চেই সেই জয়ের খরাটা কাটাতে মরিয়া হয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। প্রতিবারের মতো এবারেও আইপিএলে মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অন্যতম শক্তিশালী দল। কয়েকদিন আগেই শেষ হয়েছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। অন্যান্য দলের সঙ্গে তারাও পাল্লা দিয়ে আসন্ন আইপিএলের জন্য দল প্রস্তুত করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

গত মরসুমের আইপিএলে অবশ্য লিগ পর্বের গন্ডী টপকাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাদের ব্যটিং শক্তি নিয়ে সকলের মুখেই রয়েছে যথেষ্ট প্রশ্ংসা। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যটিং শক্তি রয়েছে। বিশে, করে বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসির মতো  দুই তারকা ব্যাটারই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যটিং শক্তি বৃদ্ধি করছে তা বলার অপেক্ষা রাখে না। এবারের মিনি নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবচেয়ে বেশী নজর ছিল তাদের বোলিং লাইনআপ প্রস্তুতির দিকে। সেই মতোই এবারের নিবামে দল গুছিয়েছে তারা।

শক্তি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বরবারই প্রধান শক্তি হল তাদের ব্যাটিং লাইনআপ। এবারও যে সেটাই আরসিবি ব্রিগেডকে প্রধান শক্তি যোগাবে তা বলাই বাহুল্য। আরসিবির ব্যাটিং লাইনআপ বরাবরই আইপিএলে বড় রান করেছে। বিরাট কোহিল এবং ফাফ ডুপ্লেসি তাদের প্রধান শক্তি ব্যাটিং লাইআপে। সেইসঙ্গে তাদের দলেই এবার গিয়েছেন আরেক তারকা ক্রিকেটার ক্যামেরণ গ্রীণ। এছাড়াও সেই দলে রয়েছেন এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সেরা পারফরম্যান্স দেখানো গ্লেন ম্যাক্সওয়েলও। এই জায়গাটাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান শক্তি।

দুর্বলতা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং যতটা শক্তিশালী, তার তুলনায় বোলিং কিন্তু খানিকটা হলেও দুর্বল। শেষবারের আইপিএলেও এই একই কারণে বারবার ব্যর্থ হতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বড় রান করেও দুর্বল বোলিংয়ের জন্য খেসারত দিতে হয়েছে তাদের। এবার সেদিকেই বিশেষ নজর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলের আগেই তারা জশ হেজেলউডকে ছেড়ে দিয়েছিল। তাঁর জায়গায় অবশ্য বড় কোনও নাম নিতে পারেনি আরসিবি। মহম্মদ সিরাজ তো রয়েছেই। সেখানেই এবার আরসিবি ব্রিগেডে এসেছেন আলজারি জোসেফ, লোকি ফার্গুসনরা। একইসঙ্গে স্পিন বিভাগও বেশ দুর্বল এবার বেঙ্গালুরু। সেখানেই নেই ওয়ানিন্দু হাসারঙ্গা। দলে রয়েছেন করণ শর্মা।

সুযোগ

এবারের আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এসেছিলেন ক্যামেরণ গ্রীণ। আসন্ন আইপিএলের মঞ্চে তার ওপর যে বড়সড় দায়িত্ব থাকছে তা বলার অপেক্ষা রাখে না। সেদিকেই বাড়তি নজর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চিন্তার কারণ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএলেও সবচেয়ে বেশী চিব্তার কারণ হতে পারে তাদের ব্যাটিং লাইনআপের গভীরতা। কারণ দলের টপ অর্ডার যতটা শক্তিশালী, সেই অনুযায়ী মিডল অর্ডার একেবারেই নয়। দীনেশ কার্তিক দলে থাকলেও, সেভাবে ধারাবাহিক নন তিনিও।