চলতি বছরে সর্বোচ্চবার ডোপ পরীক্ষা হয়েছে রবীন্দ্র জাদেজার

Ravindra Jadeja
Ravindra Jadeja. ( Image Source: Jio Cinema )

ক্রিকেট হোক কী ফুটবল, এমনকী অন্যান্য খেলা, ডোপ টেস্ট সাম্প্রতীককালে তার অপরিহার্য একটা অঙ্গ। য্কোনও বড় প্রতিযোগি কিংবা বিবিন্ন খেলার আগেই খেলোয়াড়দের ডোপ টেস্ট হয়ে থাকে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এই বছর সবচেয়ে বেশী ডোপ টেস্টের মধ্যে দিয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রথম পাঁচ মাসে কার্যত কোনওরকম ডোপ টেস্ট হয়নি। কিন্তু সবচেয়ে বেশীবার এই পরীক্ষা হয়েছে রবীন্দ্র জাদেজার।

নাডার প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারী থেকে মে মাসের মধ্যে রবীন্দ্র জাদেজার  তিনবার ডোপ টেস্ট হয়েছে। এই মুহূর্তে এই মরসুমে সর্বোচ্চবার ডোপ টেস্ট হওয়ার স্বাক্ষী এখন রবীন্দ্র জাদেজা। প্রথমবার এই বছর ১৯ ফেব্রুয়ারী রবীন্দ্র জাদেজার ডোপ পরীক্ষা হয়েছে। এরপর মার্চ মাসের ২৬ তারিখ এবং এপ্রিল মাসেরও ২৬ তারিখই তাঁর ডোপ টেস্টহয়েছিল। সেইসঙ্গেই নাডার তালিকায় এই মরসুমে সর্বোচ্চ ডাপ পরীক্ষা হওয়ার শীর্ষে রয়েছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা

এবার সব মিলিয়ে ৫৫ জন ভারকীয় ক্রিকেটারদের এই ডোপ পরীক্ষা করা হয়েছে নাডার তরফে। পুরুষ এহং মহিলা দুই ক্রিকেটারদেরই েই পরীক্ষা করা হয়েছে। বছরের প্রথম পাঁচ মাসে সেকানেই সর্বোচ্চ বার পরীক্ষা হয়েছে রবীন্দ্র জাদেজার। যদিওসেখানে কারোর নমুনাতেই তেমন কিছু পাওয়া যায়নি। শোনাযাচ্ছে শেষ দুই বছরের তুলনায় এবারি নাকি সর্বোচ্চ ডোপ পরীক্ষা করার রেকর্ড গড়েছে নাডা। গত দুই বছরে ৫৪সথেকে ৬০টি নমুনা সংগ্রহ করেছিল নাডা। কিন্তু এবার তার থেকে অনেক বেশী নমুনা তারা সমগ্রহ করেছে বলেই জানিয়েছেন।

শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নয় এই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটারদেরও  ডোপ টেস্ট করা হয়েছিল। সুনীল নারিন, আন্দ্রেস রাসেল, রশিদ খান, জফরা আর্চার, ট্রেন্ট বোল্ট এবং মার্কাস স্টয়নিস সহ অন্যান্য তারকা ক্রিকেটারদের পরীক্ষাও হয়েছিল এই সময়ে। যদিও নাডার কতালিকায় এবার সর্বোচ্চবার ডোপ পরীক্ষা হয়েছে রবীন্দ্র জাদেজার।

এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যাম্স দেখাচ্ছেন রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টেস্টের মঞ্চেও অসাধারম পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতীয় দলের হয়েো দুরন্ত ফর্মে রয়েছেনল রবীন্দ্র জাদেজা। এবারের বি্শ্বককাপেও যে তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।