বিরাট কোহলি ও রোহিত শর্মার পাশে দাঁড়াচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে এবার বিরাট বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। বিরাট কোহলি এবং রোেহিত শর্মা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও এখননও পর্যন্ত কোনও বড় ট্রফি তারা জিততে পারেনি । আর নানান আলোচনার সময়ই সেই কথা ুঠে আসে সকলের মুখে। এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন রবিচন্দ্রনম অশ্বিন। তাঁর মতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খানিকটা সময়ই দেওয়া উচিত্। ২০১১ সালের পর এবার ঘরের মাঠে বিশ্বকাপের ম়্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগেই অশ্বিনের এমন মন্তব্য।

২০১১ সালের পর থেকে ভারতীয় দলের ঝুলিতে কোনও বিশ্বকাপ নেই। ২০১৩ সালে শে,বার াইসিসির চ্যাম্পিয়ন্স ট্রপি জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর থেকে টিম ইন্ডিয়ার ঝুলি সবসময়ই  ফাঁকা। ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে টি টোয়ে্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই চিটকে গিয়েছি ভারতীয় দল। এরপরই ভারতকীয় দলের নেতৃত্বে আসে বদল। বিরাট  কোহলির হাত থেকে ভারতীয় দলের নেতৃ্ত্ব যায় রোহিত শর্মার হাতে। কিন্ত সাফল্য় এখনও অধরাই রয়েছে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি

২০২২ সালে অস্ট্রেলি.ার মাটিতে টি টোয়েন্টি বিশব্কাপের মঢঞ্চে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে সেমিপাইনাল পর্যন্ত পৌঁছতে পারলেও শেষরক্ষা করতে পারেনি তারা। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে িবশ্বকাপ থেকে যাত্রা শেষ হয়েছিল ভারতীয় দলের। এরপর থেকেই ভরাতীয় ক্রিকেট সমর্থকদের যেন ধৈর্যেরবাঁধ ভাঙতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন ররবিচন্দ্রন অশ্বিন। তাদের আরও একটু সময় দেওয়ারই আবেদন জানাচ্ছেন তিনি।

এঅই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “তুমি এই ট্রফি জেতোনি এই কথাটা বলা খুবই সহজ একটা ব্যপার। ১৯৮৩ সালে ভারতীয় দলের প্রথম বিশ্বকাপ জয়ের পর কিংবদন্তী সচিন তেন্ডুলকর ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপে খেলেছেন। কিন্তু বিশ্বকাপ জেতেননি। ২০১১ সালেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। তাঁকেও বিশ্বকাপ জেতার জন্য ছটি বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছিল। যদিও মহেন্দ্র সিং ধোনি দলের দায়িত্ব নেওয়ার পরই বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তিু সবার ক্ষেত্রেই যে তেমনটা হবে এমন কোনও নিশ্চয়তা নেই”।

অশ্বিন আরও জানিয়েছেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০০৭ বিশ্বকাপ খেলেননি। ২০১১ সালের বিশ্বকাপের দলে সুযোগ হয়নি রোহিত শর্মার। যদিও বিরাট কোহলি ২০১১, ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপ খেলেছেন। এবার ২০২৩সালে চতুর্থ বিশব্কাপ খেলবেন তিনি। তারা বলখেন বিরাট কোহলি নাকি কোনও বিশ্বকাপ জেতেননি। তিনি ২০১১ সালে বিশ্বকাপ জিতেছেন এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন”।