ম্যাচ শেষে কুলদীপ যাদবের প্রশংসাতেই রবিচন্দ্রন অশ্বিন

Kuldeep Yadav & Ravichandran Ashwin
Kuldeep Yadav & Ravichandran Ashwin. ( Image Source: Twitter )

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল ভারতীয় দলের। অপেক্ষা ছিল শেষ টেস্ট জিতেই সিরিজ শেষ করা। সেই কাজটাও নিকুংতভাবে করেছে ভারতীয় দল। আর তারই অন্যতম নেপথ্য কারিগড় কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছেন সাত উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে এই টায়নাম্যান স্পিনারের হাতে। ম্যাচ শেষেই কুলদীপ যাদবকে প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদবের দক্ষতা দেখে কার্যত মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

ভারতের বিরুদ্ধে টস জিতে এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ অধিনায়র বেন স্টোকস। লক্ষ্যটা ছিল বড় রান করার। কিন্তু কুলদীপ যাদবের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা। ধরমশালায় প্রথম দিনই ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি। আর সেই পারফরম্যান্সটাই যে ভারতীয় দলের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র বল হাতেই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতেও কুলদীপ যথেষ্ট সফল হয়েছেন। এই ম্যাচে ৩০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। কুলদীপ যাদবের এই পারফরম্যান্সের প্রশংসাই বারবার শোনা গেল অশ্বিনের মুখে।

শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে একাই সাত উইকেট নিয়েছেন কুলদীপ যাদব

ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেই কেরিয়ারের শততম টেস্টে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে কুলদীপ যাদবের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন এই তারকা ক্রিকেটারও। প্রথম ইনিংসে যেমন চার উইকেট তুলে নিয়েছিলেন। তেমনই দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের শিকার পাঁচ উইকেট। এই মুহূর্তে তাঁর পারফরম্যান্স নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে। কিন্তু সেই অশ্বিনই মজে রয়েছেন কুলদীপ যাদবের বোলিং স্পেলে। প্রথম ইনিংসে যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে কুলদীপ যাদব বোলিং করেছেন তা এখনও পর্যন্ত ভুলতে পারছেন না অশ্বিন। এর থেকে খুশি খুব একটা কিছুতে তিনি হননি বলেই জানিয়েছেন।

ম্যাচ শেষে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “কুলদীপ যাদবের হাত থেকে যেভাবে বোলিং হচ্ছিল, তা এক কথা সত্যুই অবিশ্বাস্য। অন্য কারোর জন্য আমি এর থেকে বেশী খুশি হতে পারি না”।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে চারটিতে খেলেছেন কুলদীপ যাদব। প্রতি ম্যাচেই উইকেট এসেছে তাঁর হাতে।  চারটি টেস্ট খেলে এই সিরিজে ১৯টি উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। ধরমশালায় ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। প্রথম ইনিংসে কুলদীপ যাদব পেয়েছেন ৫টি উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার ২ টো উইকেট। সেইসঙ্গে ৩০ রানও করেছিলেন এই তারকা ক্রিকেটার। সব মিলিয়ে কুলদীপ যাদবের পারফরম্যান্স দেখে আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন।