ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতীয় ক্রিকেটারদের সমালোচনায় নারাজ রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

সদ্য শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-৩-এ সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল। সিরিজ চলাকালীনই সমালোচনাটা শুরু হয়েছিল। ভারত সেই সিরিজ হারের পর সমালোচনার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন আরেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন সিরিজ হারের পরও একেবারেই দলের সমালোচনা করতে নারাজ তিনি। বরং তাঁর মতে তরুণ ক্রিকেটারদের এখান থেকেও অনেককিছু শেখার রয়েছে।

তাঁর মতে অ্যাওয়ে সিরিজে হামেশাই নানান সমস্যার সম্মুখীন হতে হয়  ক্রিকোটারদের। সেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একেবারেই তরুণ একটা দল নেমেছিল তাদের বিরুদ্ধে খেলতে। সুতরাং সেখানকার ক্রিকেটাররা যে ভারতীয় দলের ক্রিকেটারদের তেকে এগিয়ে থাকবে তা মানতে কোনওএ দ্বিধা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজে দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করলেও শেষপর্যন্ত টি টোয়েন্টিতেই থেমেছিল ভারতীয় দলের বিজয়রথ। সেই পারফরম্যান্স নিয়েই এখন সমালোচনার ঝড় তুঙ্গে রয়েছে।

ওয়েস্ট ইন্ডিেজের কাছে ২-৩-এ টি২০ সিরিজ হেরেছে ভারতীয় দল

যদিও রবিচন্দ্রন অশ্বিন একেবারেই  তরুণ ক্রিকেটারজদের সমলাচোনা করতে নারাজ। বরং এই সিরিজ থেকেও ভারতীয় দলের অনেক ইতিবাচক জিনিস রয়েছে বলে মনে করছেন তিনি। প্রথম দুই টি টোয়েন্টিতে হারলেও   তৃতীয় ও চতুর্থ টি টোেয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।  কিন্তু শেষ ম্যাচে আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পারেনি তারা। সেখানেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটার থেকে বোলাররা। সেই সিরিজ হারের পর এখন এই দলের বিভিন্ন ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গেই অশ্বিন জানিয়েছেন, “এই মুহূর্তে আমি না বলছি, না সমর্থন করছি বা না কারোর পাশে দাঁড়াচ্ছি। এগুলো সবই গৌন বিষয়। েকজন করুণ ক্রিকেটার যদি ওয়েস্ট ইন্ডিজে যান তবে নানান চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি। প্রতিটি দেশেই কিছু না কিছু গোপনীয়তা থাকে। সেখানে খেলতে যাওয়া ক্রিকেটারদের থেকে লোকাল ক্রিকেটাররা সেই সমস্ত বিষয় সম্বন্ধে অনেক বেশী ওয়াকিবহাল থাকে। বিশেষ করে যখন তারা তরুঁণ ক্রিকেটার হন। আমি যখন তরুণ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, সেই সময় নানান খুটিনাটি জিনিস শিখতে পেরেছিলাম। অর্থাত্ যেকোনও সফর থেকেই তরুণ ক্রিকেটাররা অনেককিছু শিখতে পারবেন”।

সরাসরি কিছু না বললেও  ওয়েস্ট ইন্ডিজের  কাছে হারের পর  রবিচন্দ্রন অশ্বিন যে ভারতীয় দলের পাশেই দাঁড়াচ্ছেন তা নিয়ে কোনও দ্বিমত নেই। সামনেই রয়েছে এবার আয়ারল্যান্ড সফর। সেখানেই ভারতীয় দল নিজেদের পারফরম্যান্স দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার।