স্টিভ স্মিথকে আউট না দেওয়ার সিদ্ধান্তের জন্য নীতিন মেননের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin and Nitin Menon. (Photo Source: Twitter)

শুক্রবার থেকেই অ্যাশেজের মঞ্চে নতুন বিতর্ক। স্টিভ স্মিথের সেই বিতর্কিত আউট ঘিরে কার্যত ব্রিটিশ ক্রিকেট মহল উত্তাল হয়েছে। স্টিভ স্মিথের রান আউটের সিদ্ধান্ত আম্পায়ার নীতিন মেননের না দেওয়াকে ঘিরে ব্রিটিশ ক্রিকেট মহলেসমালোচনার ঝড় বইতে শুরু করেছে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা মুখ খুলেছেন ইতিমধ্যেই। এবার সেই পরিস্তিতি নিয়েই মিখ খুললেন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় আম্পায়ার নীতিন মেনের সেই সিদ্ধান্তকে সাধুবাদদ জানালেন ভারতকীয়দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন স্টিভ স্মিথ। ৭১ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই  স্টিভ স্মিথের একটা রান আউটের সিদ্ধান্ত নিয়েই  সমস্ত বিতর্ক শুরু হয়েছে। দ্বিতীয় রান নেওয়ার সময়ই স্টিভ স্মিথ ক্রিজে পঁঠনোর সঙ্গেই তাঁকে রান আউট করেন জনি বেয়ারস্টো। আর সেটা যেইংল্যানন্ড়ের কাছে একটা বিরাটপ্রাপ্তি ছিলতা বলার অপেক্ষা রাখে না। স্টিভ স্মিথ নিজেও সেটাআউটভেবে ক্রিজ চাড়তে চলেছিলেন। জায়ান্ট স্কৃণের ছবিও আপাত দৃষ্টিতে তেমনই ইঙ্গিত দিচ্ছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধেপ্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন স্টিভ স্মিথ

কিন্তু সেই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেই অত্যন্ত নিখুঁত হতেচেয়েচিলেন ম্যাচের তৃতী. ম্পায়ার নীতিন মেনন। সেইজন্যই বারবার সেই আউটের ভিডুও পর্যবেক্ষণ করছিলেন এই ভারতীয় আম্পায়ার। একেবারে ফ্রেম বাই ফ্রেম পরীক্ষা করছিলেন তিনি। সেখানেই দেখা যায় জনি বেয়ারস্টো উইকেট বাঙলেও স্টিভ স্মিথ স্টাম্পে পৌঁছনোর পরই বেল পড়েছে। আর সেই ছবি দেখার পরই স্টিভ স্মিথকে নট আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন ম্যাচের তৃতীয় আম্পায়ার নীতিন মেনন। সেই সিদ্ধান্ত যেমন ইংল্যান্ড ক্রিকেটারদের অবাক করে দিয়েছিল।

একইসঙ্গে গ্যালারী থেকেও ঈওয়াজ উঠতে শুরু করেছিল সেই সময়। এই সিদ্ধান্ত যে কারাও মেনে নিতে পারছে না তা গ্যালারীতে থাকা ইংল্যান্ড সমর্থকদের হাবেভাবেই ছিল স্পষ্ট। যদিওেই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন রবিচনদ্র্ন অশ্বিন। তিনি জানিয়েছেন, “অ্যাশেজ  এবং পরিবর্ত ফিল্ডারের সঙ্গে কী। নীতিন মেননকে  সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসা করাটাই দরকার”।

যদি এই সিদ্ধান্ত এই মুহূর্তে চলতি অ্যাশেজের মঞ্চে অন্যতম বিতর্তিক একটা বিষয়। সুক্রবার থেকেই সমালোচনায় সরব হয়েছেন সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা যেমন মুখ খুলতে শুরু করেছেন, তেমনই বর্তমান ক্রিকেটাররও কথা বলছেন।  ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এই সিদ্ধান্তের সমালোচনাতেই সরব হয়েছেন। সেখানেই ভারতীয় আম্পায়ারের পাশে দাঁড়াচ্ছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বি্ন।