আয়ারল্যান্ডের বিরুদ্ধেই রাহুল ত্রিপাঠির অভিষেক দেখতে চান রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে রাহুল ত্রিপাঠির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাক না পেলেও, শেষপর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি। আর তাতেই এবার খুশির সুর ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর গলায়। রাহুল ত্রিপাঠির ভারতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই তাঁর অভিষেক নিয়ে সকলে মুখ খুলছিলেন। এবার সেই একই সুর শোনা গেল রবি শাস্ত্রীর গলাতেও। তাঁর মতে আয়ারল্যান্ডের বিরু্দ্ধেই ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়া উচিত্ রাহুল ত্রিপাঠির।

এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন রবি শাস্ত্রী। রাহুল ত্রিপাঠির প্রতিটি পারফরম্যান্সই একেবারে কাছ থেকে দেখেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই এই ক্রিকেটারকে নিয়ে খানিকটা উচ্ছ্বাসের সুরই শোনা গিয়েছে রবি শাস্ত্রীর গলায়। রবি শাস্ত্রীর মতে রাহুল ত্রিপাঠি ক্রিজে এলেই রান এগোনো শুরু হয়। শুধু তাই নয় একেবারে ঠিকঠাক রানরেট রেখেই দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতাও রবি শাস্ত্রীকে মুগ্ধ করেছে। আর সেই জন্যই ভারতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক দেখার জন্য মুখিয়ে রয়েছেন রবি শাস্ত্রীও।

আইপিএলে ১৪ ম্যাচ খেলে এবার ৪১৩ রান রয়েছে রাহুল ত্রিপাঠির

এবারের আইপিএলে সামরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে মেমেছিলেন রাহুল ত্রিপাঠি। যদিও শেষপর্যন্ত আইপিএলের প্লেঅফে পৌঁছতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়েছিলেন রাহুল ত্রিপাঠি। বেশ কয়েকটি ম্যাচে তাঁর হাত ধরেই জয়ের রাস্তায় ফিরেছিল সানরাইজার্স হায়দরাবাদ।  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই ব্যাট হাতে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি।

এই প্রসঙ্গে রবি শাস্ত্রী ইএসপিএন ক্রিকইফোকে জানিয়েছেন, “তিনি যখন ক্রিজে নামেন, রানের গতি এগোতে শুরু করে। তিনি কখনোই বাইরের বলের দিকে এগোন না। তাঁর দুর্ধর্ষ শট নেওয়ার দক্ষতা যেমন রয়েছে তেমনই প্রতিপক্ষ থেকে সেই শিবিরের বোলারদের কখনোই ভয় পাননা রাহুল ত্রিপাঠি।  তিনি দুরন্ত গতিতে রান এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঠিক রানরকেটও বজায় রাখেন। তিন নম্বর পজিশনে নেমেও যথেষ্ট ভাল খেলেন তিনি”।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৪১৩ রান করেছেন রাহুল ত্রিপাঠি। সেইসঙ্গে রানরেটও বজায় রেখেছিলেন তিনি। অনেকেই আশা করেছিলেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই হয়ত ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন তিনি। যদিও শেষপর্যন্ত তা হয়নি। কিন্তু আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি। আগামী ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেখানেই রাহুল ত্রিপাঠির অভিষেক হয় কিনা এখন দেখার।