প্রসিধ কৃষ্ণর পরিবর্ত হিসেবে রাজস্থান রয়্যালস নিল সন্দীপ শর্মাকে

সন্দীপ ১০৪ আইপিএল ম্যাচে ১১৪ উইকেট নিয়েছেন

Sandeep Sharma
Sandeep Sharma. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হতে এখন এক সপ্তাহেরও কম সময় বাকি এবং টুর্নামেন্টকে ঘিরে সমগ্র ভারত জুড়ে উত্তেজনা স্পষ্ট। দলগুলি এখন তাদের সেরা একাদশের কম্বিনেশন চূড়ান্ত করছে এবং যে খেলোয়াড়রা চোটের কারণে খেলতে পারবেন না সেই শূন্যস্থানগুলি পূরণ করার চেষ্টা করছে। রাজস্থান রয়্যালস (আরআর) ২৭শে মার্চ, সোমবার, আহত সিমার প্রসিধ কৃষ্ণর বদলি হিসেবে সন্দীপ শর্মাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ২০২৩-এর ফেব্রুয়ারিতে আসন্ন আইপিএল মরসুম থেকে প্রসিধ বাদ পড়েছিলেন। ২৭ বছর বয়সী পেসার ২০২২-এ ভালো পারফর্ম করেছিলেন এবং ১৯ উইকেট নিয়ে আরআরকে ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। প্রসিধের জায়গায় আসা সন্দীপ শর্মার কাছে ১০৪টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

এক নজরে সন্দীপ শর্মার আইপিএল কেরিয়ার

২৯ বছর বয়সী তাঁর ১০ বছরের দীর্ঘ কেরিয়ারে ২৬.৩৩ গড়ে ১১৪ উইকেট নিয়েছেন। এই টুর্নামেন্টে সন্দীপের সেরা মরসুম ছিল ২০১৪-তে যখন তিনি ১৯.৬৬ গড়ে ১৮ উইকেট তুলেছিলেন এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে (বর্তমানে পাঞ্জাব কিংস) ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১২-র ফাইনালে ৪ উইকেট নিয়ে তিনি লাইমলাইটে এসেছিলেন। সেই সংস্করণটি ভারত চ্যাম্পিয়নও হয়েছিল। ডান-হাতি পেসার ভারতের হয়ে টুর্নামেন্টের যৌথ-সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ১২ উইকেট নিয়েছিলেন এবং তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স তাঁকে ২০১৩-তে পাঞ্জাব কিংসের কাছ থেকে একটি চুক্তি অর্জনে সহায়তা করেছিল।

২০২২-এর ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি-নিলামে রাজস্থান জেসন হোল্ডার (₹৫.৭৫ কোটি), অ্যাডাম জাম্পা (₹১.৫ কোটি), জো রুট (₹২ কোটি)-এর মতো তারকা খেলোয়াড়দের কিনেছিল।

সঞ্জু স্যামসনের নেতৃত্বে, রাজস্থান ২০২২-এ দ্বিতীয়বারের জন্য আইপিএল শিরোপা জয়ের খুব কাছাকাছি এসেছিল। তবে দুর্ভাগ্যবশত গুজরাত টাইটান্সের কাছে ফাইনালে হেরে যায়। তাদের স্কোয়াডে বেশ কিছু নতুন সংযোজনের ফলে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা আবার শিরোপা জয়ের লক্ষ্যে থাকবে। রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২রা এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের আইপিএল অভিযান শুরু করবে।