বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শুভমন গিলকে নিয়ে আশাবাদী রাহুল দ্রাবিড়

Shubman Gill
Shubman Gill. (Photo by Bradley Kanaris/Getty Images)

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফািনালে নামছে ভারতীয় দল। সময় যত এগিয়ে আসছে ততই এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত ম্যাচের পলাফল ভারতের পক্ষে আসে কিনা তা তো ম্যাচ শেষ হওয়ার পরই বোঝা যাবে। তবে এই ম্যাচে নামার আদে রাহুল দ্রাবিড় যে শুভমন গিলকে নিয়ে অত্যন্ত আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে সেি সুবমন গিলকেই প্রসংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

এই বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল।  দেশের দার্সি থেকে আইপি্এলের মঞ্চ, শুভমন গিলের হাত থেকে একের পর এক সেরা পারফরম্য়ান্স দেখা গিয়েছে শুভমন গিলের হাত থেকে। সেখানেই একের পর এক দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম়ঞ্চ থেকেই এই ক্রিকেটারকে দেখছেন রাহুল দ্রাবিড়। সেখানেও যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

আইপিএলের মঞ্চে এবার সেরা পারফর্মার হয়েছেন শুভমন গিল

যদিও সদ্য় শেষ হওয়া আইপিএলের ম়্চে শুভমন গিল চিলেন বিগদ্বংসী মেজাজে. সম. যতক এগিয়েছে এূার তি বয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচে সাফল্য পেয়েছিল গুজরাত টাইটান্স। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফািনালে নামতে চলেচে ভারতীয় দল। সেখানেও যে শুভমন গিল বারতীয় দলের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্য়াচ শুরু হওয়ার আগে  সুভমন গিলকে চ্যাম্পিয়ন ক্রিকেটার হিসাবেই অভিহিত করেছেন রাহুল দ্রাবিড়। গিলকে নিয়ে তিনি যে যথেষ্ট আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “শুভমন গিল সবসময়ই একজন তারকা ক্রিকেটার। তাঁর অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় তেকেই শুভমন গিলকে দেখে যাচ্ছি আমি। সেই সময় থেকেই তাঁর দক্ষতা দেখে গিয়েছি। অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিস্বকাপ থেকেই তাংর পারফরম্যান্স শুভমন গিলের বিশেষ একজন ক্রিকেটার হওয়ার বার্তা দিয়েছিল। তিনি সত্যিই অস্ধারণ ক্রিকেটার এবং বেশ কয়েকবছর ধরেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার”।

এবারের আইপিএলে ৮৯০ রান কর্েছেন সুভমন গিল। অরেঞ্জ ক্যাপের মালিক যেমন তিনি হয়েছেন। তেমনই সুবমন গিলের হাতেই উঠেছে এবারের সেরা ক্রিকেটার হওয়ার পুরষ্কারও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শুভমন গিল তাঁর সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাি এখন দেখার।