ধোনির সঙ্গে খেলে স্বপ্ন পূরণ করতে চান রহমানউল্লাহ্ গুরবাজ
আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন গুরবাজ
আপডেট করা - Jan 6, 2023 6:11 pm

এমএস ধোনিকে ক্রিকেট খেলার সেরাদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। অনেক তরুণ ক্রিকেটারই তাঁর সঙ্গে খেলার স্বপ্ন দেখেন এবং তাঁর কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান আহরণের লক্ষ্যে থাকেন। আফগানিস্তানের রহমানউল্লাহ্ গুরবাজও ব্যতিক্রম নন। ২১ বছর বয়সী প্রকাশ করেছেন যে তিনি সবসময় ধোনির সঙ্গে বা তাঁর বিপক্ষে খেলার স্বপ্ন দেখেন।
তরুণ আফগান বর্ষীয়ান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গেও খেলার স্বপ্ন দেখতেন, কিন্তু দুঃখজনকভাবে এই মুহূর্তে সেই স্বপ্ন বাস্তবায়িত্ব প্রায় অসম্ভব। ডি ভিলিয়ার্স শেষবার ২০২১-এ আইপিএলে খেলেছিলেন এবং গুরবাজ তখন আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন না। হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি আলোচনায় উদীয়মান আফগানিস্তান ক্রিকেটার তাঁর আদর্শ, অনুপ্রেরণা সম্পর্কে বিশদে বিবরণ করেছেন। তিনি এও জানিয়েছেন কোন পরিস্থিতি তাঁকে এই খেলাটির কাছাকাছি এনেছিল।
আমি সত্যিই তাঁর দ্বারা অনুপ্রাণিত ছিলাম: রহমানউল্লাহ্ গুরবাজ
“দুজন খেলোয়াড় ছিল যাদের সঙ্গে আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাঁদের সঙ্গে খেলিনি। একজন হলেন এবি ডি ভিলিয়ার্স। আমি সত্যিই তাঁর দ্বারা অনুপ্রাণিত ছিলাম। তিনি আমার আইডল ছিলেন। ছোটবেলা থেকেই তাঁকে অনেক ফলো করেছি। তিনি এখন অবসর নিয়েছেন কিন্তু একটি জিনিস যা আমি আশা করি এই বছর সম্ভব হবে তা হল এমএস ধোনির সঙ্গে খেলা। তাঁর বিপক্ষে বা তাঁর সঙ্গে একটি খেলা খেলতে চাই। আমি আশা করি এই স্বপ্ন সত্যি হবে,” বলেছেন গুরবাজ।
এমএস ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও গুরবাজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতে পারেন। ২১ বছর বয়সী আইপিএল ২০২৩-এর আগে গুজরাত টাইটান্স থেকে কলকাতা নাইট রাইডার্সে এসেছেন ট্রেডিংয়ের মাধ্যমে। আইপিএল ২০২২-এ জেসন রয়ের বদলি হিসেবে গুরবাজকে গুজরাত টাইটান্স স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু কোনো ম্যাচেই সুযোগ পাননি তিনি।
২০১৯ সালে শের-ই-বাংলা স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন গুরবাজ। তারপর থেকে উইকেটকিপার-ব্যাটার ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫.৬০ গড়ে এবং ১৩৮.২৭ স্ট্রাইক রেটে মোট ৮৯৬ রান করেছেন। সম্প্রতি তাঁকে জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছিল। ২৪৯ রান করে টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অভিযান শেষ করেছিলেন তিনি।