১৪০ কেজির সেই রহকিম কর্নওয়ালের ব্যাটে ফলোঅনের লজ্জা বাঁচল ওয়েস্ট ইন্ডিজ

Rahkeem Cornwall
Rahkeem Cornwall. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৮৬ রানের জবাবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত ফলো অনের মুখে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গল টেস্টের তৃতীয় দিনে শুরুতেই কেইল মেয়ার্স ও জেসন হোল্ডারেরও উইকেট খুইয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের নজরকাড়া স্পিনার রহকিম কর্নওয়েল ৩৯ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে একদিকে দলকে ফলো অনের লজ্জা থেকে বাঁচালেন, পাশাপাশি দলকে কিছুটা লড়ার মত জায়গা করে দিলেন।

লকমলের বলে কর্নওয়েলের বলে কর্নওয়েল আউট হওয়ার ঠিক পরেই গলে নামে তুমুল বৃষ্টি, ফলে খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে স্কোর ছিল ৯ উইকেটে ২২৪ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রানের থেকে এখনও ১৬২ রান পিছিয়ে ক্যারিবিয়ানরা, হাতে আর মাত্র ১টা উইকেট। বল হাতে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে একেবারে ব্যর্থ হন কর্নওয়েল। ২৭ ওভার বল করে ৯১ রান দিলেও কোনও উইকেট পাননি ১৪০ কেজি ওজনের এই ক্যারিবিয়ান স্পিনার। যেখানে দলের অপর স্পিনার রোস্টন চেজ প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন।

ভিজে আউটফিল্ডের জন্য আজ, ম্যাচের তৃতীয় দিনে আর খেলার সম্ভাবনা কম। আগামিকাল, ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করে, দ্রুত রান তুলে ক্যারিবিয়ানদের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামাবে শ্রীলঙ্কা। ২৫০ রানের বেশি পুঁজি থাকলেই, চতুর্থ ইনিংসে ব্যাট করা দলকে গলের ঘূর্ণি পিচে পুরোপুরি সমস্যায় ফেলা যায় সেটা তো জানা কথা।