লিভিংস্টোনের ঝোরো ইনিংসে হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে ছয় নম্বরে থেকেই যাত্রা শেষ করল পঞ্জাব

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

প্লেঅফের আশা তাদের আগেই শেষ হয়ে গিয়েছে। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস দুই দলের সামনেই ছিল সম্মানের লড়াই। আইপিএলের শেষম্যাচটা জিতেই বিদায় নেওয়ার লক্ষ্যে নেমেছিল পঞ্জাব এবং হায়দরাবাদ ক্রিকেটাররা। সেই লক্ষ্যেই সফল হল পঞ্জাব কিংস। ন্যাথান এলিস এবং হরমনপ্রীত ব্রারের দুর্ধর্ষ বোলিংয়েই এদিন পঞ্জাবের জয়ের রাস্তাটা পাকা হয়ে গিয়েছিল। আর বাকি কাজটা করে দেন ব্যাট হাতে শিখর ধওয়ান এবং লিয়াম লিভিংস্টোন। শেষ মুহূর্তে  লিভিংস্টোনের ঝোরো ইনিংসে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস।

শনিবারই দিল্লি ক্যাপিটালসের হারের পর পলেঅফের চার দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল। এদিন মানরক্ষার লড়াইয়ে নেমেছিল। এদিনের ম্যাচে দুই দলেই ছিল বেশকিছু পরিবর্তন। আগামী মরসুমের জন্যই এদিন আরওকিছু নতিন ক্রিকেটারদের দেখে নিতে চেয়েছিল তারা। সেখানেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সফল সেই পঞ্জাব কিংসই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আপিএলের শেষম্যাচে ফের একবার দেখা গেল লিভিংস্টোন ঝড়। আর তাতেই হায়দরাবাদের জিতে যাত্রা শেষ করার আশাও শেষ হয়ে গেল।

আইপিএলে ছয় নম্বরে থেকেই যাত্রা শেষ করল পঞ্জাব কিংস

টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শুরু থেকেই ছিল পঞ্জাব বোলারদের দাপট। ওপেনিংয়ে প্রিয়ম গর্গ মাত্র ৪ রানেই ফিরে যান। অভিষেক শর্মার সঙ্গে রাহুল ত্রিপাঠি লড়াইটা চালানোর চেষ্টা করলেও, সেই ত্রিপাঠিকেও থামতে হয় ২০ রানে। এছাড়া নিকোলাস পুরান, এডেন মার্করামদের মতো বিধ্বংসী তারকারাও এদিন জ্বলে উঠতে পারেননি। অভিষেক শর্মা ৪৩ রান না করতে পারলে, হয়ত দেড়শো রানের গন্ডীও টপকাতে পারত না স,ানরাইজার্স হায়দরাবাদ।

তবে বল হাতে এদিম দুর্ধর্ষ ফর্মে ছিলেন হরমনপ্রীত ব্রার ও ন্যাথান এলিস। এই দুই বোলারের দাপটেই হায়দরাবাদের তারকা ব্যাটাররা ক্রিজে বেশীক্ষণ টিকতে পারেননি। দুজনেই নেন তিনটি করে উইকেট। শেষপর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ করে ১৫৭ রান। শেষম্যাচে জিতে যাত্রা শুরু করার লক্ষ্যে পঞ্জাবের সামেন বেশ সহজ লক্ষ্যই তখন। যদিও তারা যথেষ্ট সাবধানী ছিল এদিন। কারণ প্রতিপক্ষ শিবিরে রয়েছে উমরান মালিকের মতো নাম।

কিন্তু এদিন মাঠে ফের একবার সকলে দেখল লিয়াম লিভিংস্টোন ঝড়। তাঁর ঝোরো ইনিংসেই তো হায়দরাবাদ শিবির একেবারে তছনছ। শুরুতে অবশ্য বেয়ারস্টোকে এদিন ২৮ রানের মধ্যে সাজঘরে ফিরিয়ে দিয়েছিল হায়দরাবাদ বোলাররা।  শাহরুখ খান এবং ময়াঙ্ক আগরওয়াল পরপর আউট হওয়ার পরই খানিকটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব ব্রিগেড। সেই সময়ই ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন। শিখর ধওয়ানের সঙ্গে পার্টনারশিপ গড়ার পাশাপাশি আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করে দেন তিনি।

ধওয়ান ফিরে গেলেও, পঞ্জাবকে অবশ্য এদিন আর ভাবতে হয়নি। লিভিংস্টোন  এদিন একাই হাকান ২টি চার এবং ৫টি ওভার বাউন্ডারি। তাঁর ৪৯ রানের ঝোরো ইনিংসে ভর করে ১৫.১ ওভারেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস।