ধোনিদের হারিয়ে কলকাতাকে কড়া চ্যালেঞ্জ পাঞ্জাবের

MS Dhoni and KL Rahul. (Photo Source: IPL/BCCI)

শেষ সুযোগ ছিল ধোনিদের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের নেট রান রেট বাড়ানো আর একটা জয়। আর ঠিক সেই কাজটাই সঠিক ভাবে করল পাঞ্জাব কিংস। চেন্নাইকে মাত্র ১৩৪ রানে থামিয়ে দেয় পাঞ্জাব। আর ৪ উইকেট হারিয়ে ৭ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। দলের অধিনায়ক কেএল রাহুল ৯৮ রানের ইনিংস খেলেন।

Advertisement
Advertisement

সিএসকে-র কাছে এই ম্যাচ হার-জিতের আলাদা একটা তাৎপর্য ছিল। এদিন জিততে পারলেই দিল্লিকে টপকে লিগ তালিকায় প্রথমে আসতে পারত চেন্নাই। কিন্তু রাহুলদের কাছে হেরে ধোনিদের ‘ফার্স্ট বয়’ হওয়া হল না।

এদিন টসে জিতে কেএল রাহুল ধোনিকে ব্যাট করতে পাঠায়। আর অতিকষ্টে চেন্নাই সুপার কিংস ১৩৪ রানে পৌঁছয়। ব্যর্থ হন রুতুরাজ গায়কোয়াড (১২), মইন আলি (০), রবিন উথাপ্পা (২), অম্বাতি রায়ডু (৪)। বড় রান করতে পারেননি ধোনিও। ১২ রান করে ফেরেন তিনি। অর্শদীপ সিংহ ও ক্রিস জর্ডন দুটি করে উইকেট পান। তিন ওভার বল করে ২০ রান দিয়ে দুটি উইকেট নেন জর্ডন। চার ওভারে ৩৫ রান দিয়ে দুটি উইকেট পান অর্শদীপ। চার ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট পান মহম্মদ শামি। একটি উইকেট পান রবি বিষ্ণোই।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণ করতে শুরু করেন রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। ১২ রান করে আউট হন ময়াঙ্ক। দ্রুত আউট হন সরফরাজ খান (০)। আট রান করে ফেরেন শাহরুখ খানও। উল্টো দিকে উইকেট পড়লেও আক্রমণের ধার কমাননি রাহুল। রান রেট বাড়াবার লক্ষ্যে একের পর এক বল মাঠের বাইরে পাঠাতে থাকেন তিনি। একাদশ ওভারের দ্বিতীয় ওভারেই দলের রান ১০০-য় পৌঁছে দেন রাহুল। এইডেন মার্করাম আউট হন ১৩ রান করে। রাহুল অপরাজিত থাকেন ৯৮ রান করে। তিন উইকেট নেন শার্দূল ঠাকুর। একটি উইকেট পান দীপক চাহার।