পূজা বস্ত্রকারের বিধ্বংসী বোলিংয়ে ট্রেলব্লেজার্সকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু সুপারনোভাসের

Trailblazers vs Supernovas
Trailblazers vs Supernovas. (Photo Source: IPL/BCCI)

পূজা বস্ত্রকারের দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সে ভর করেই ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জে জয় দিয়ে যাত্রা শুরু করল হরমনপ্রীত কৌরের সুপারনোভাস ওমেন। মহিলাদের টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচেই তাসের ঘরের মতো ধসে পড়ল ট্রেলব্লেজার্সের ব্যাটিং লাইনআপ। স্মৃতি মন্ধনাদের ক্রিকেটাররা থাকলেও, শেষরক্ষা হল না। একাই ৪ উইকেট নিয়ে এদিন প্রতিপক্ষ ট্রেলব্লেজার্সকে শেষ করে দিলেন পূজা বস্ত্রকার। বিশ্বকাপের পর মহিলাদের আইপিএলেও  নিঝের ধারা অব্যবত রেখেছেন পূজা বস্ত্রকার। ৪৯ রানে জিতল সুপারনোভাসরা।

আইপিএল প্লেঅফ শুরু হওয়ার ঠিক একদিন আগে থেকেই শরু হয়ে গিল ওমেন্ট টি টোয়েন্টি চ্যালেঞ্জ। করোনার জন্য গতবর এই প্রতিযেগিতা না হলেও, এবার আইপিএল চলার মাঝেই শুরু হয়ে গেল ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ। আর প্রথম দিন থেকেই টানটান উত্তেজনা। প্রথম ম্যাচেই সকলের নজর কাড়লেন পূজা বস্ত্রকার। বিশ্বকাপেও ভারতীয় মহিলা দলের হয়ে নজর কাড়া পারফরম্যান্স ছিল পূজার। এদিনও তাঁর ছাপ রাখলেন তিনি।

প্রথম ম্যাচেই ১২ রান দিয়ে ৪ উইকেট নিলেন সুপারনোভাসের পূজা বস্ত্রকার

এখনও পর্যন্ত ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের সর্বোচ্চ গতিতে বোলিংয়ের নজিরও গড়লেন তিনিই। ট্রেলব্লজার্সের সেরা চার ব্যাটারকে ফিরিয়ে দিয়ে এদিন সুপারনোভা ওমেন্সের সেরা ক্রিকেটার যদি পূজা বস্ত্রকারকে বলা হয় তবে হয়ত খুব একটা ভুল করা হবে না। আর এই ম্যাচ জিতেই সুপারনোভাসরা ফাইনালের দিকে কার্যত আরও একধাপ এগিয়ে গেল।

টস জিতে এদিন সুপারনোভাস ওমেন্স অধিনায়ক হরমনপ্রীত কৌর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই এদিন বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন সুপারনোভাসের ব্যাটাররা। ৫ ওভারের মধ্যে ৫০ রান করে এদিন বড় রানের  লক্ষ্যটা স্থির করে দিয়েছিল সুপারনোভাসের ওপেনিং জুটি। ডিনড্রা ডটিনের একটা ঝোরো ইনিংসই প্রতিপক্ষ বোলারদের নাজেহাল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এদিন। তিনি ফেরার পর অবশ্য খানিকটা চিন্তায় পড়েছিল সুপারনোভাসরা।

যদিও হার্লিন দেওল এবং হরমনপ্রীতের পার্টনারশিপটাই ম্যাচ জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। সেইসঙ্গেই এদিন ওমেন্ট টি টোয়েন্টি চ্যালেঞ্জের সর্বোচ্চ রানটাও করে ফেলল সুপারনোভাসরা। ১৬৩ রান করে সুপারনোভাস ওমেন্সরা। ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের মঞ্চে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রান।

ট্রেলব্লেজার্সের হয়ে শুরুটা স্মৃতি মন্ধনা ভাল করলেও, পূজা বস্ত্রকারের দাপটের সামনে এদিন দাঁড়াতে পারেননি তারা। পূজা একাই চার উইকেট নিয়ে এদিন সুপারনোভাসের জয়টা পাকা করে দিয়েছিলেন। হ্যালি ম্যাথুজ এবং স্ম্ৃতি মন্ধনাকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন পূজা বস্ত্রকার। এরপরই কিছুক্ষণের মধ্যে সফিয়া ডাঙ্কলেকে ফিরিয়ে ট্রেলব্লেজার্সের ব্যাটিং অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন। এরপর আর কোনও ব্যাটারই দাঁড়াতে পারেনি।

জেমিমা রডরিগেজ একটা চেষ্টা করলেও, তাঁকে সঙ্গ দেওয়া মতোই ছিল না কেউ।  ২৪ রানে তিনি ফেরার পর তখন সুপারনোভাসের জেতাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। পরের ম্যাচ জিতলেই সুপারনোভাসরা ফাইনালের টিকিট পাকা করে ফেলবে।