আহমেদাবাদে শেষ টি টোয়েন্টিতে ব্যাটিং সহায়ক পিচেরই ইঙ্গিত পিচ কিউরেটরের মন্তব্যে

Narendra Modi Stadium, Ahmedabad
Narendra Modi Stadium, Ahmedabad. (Photo by Surjeet Yadav/Getty Images)

আর কয়েক ঘন্টা পরই আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউ জিলিযান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই মহূর্তে সিরিজের ফলাফল রয়েছে ১-১। এই ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় সম্পূর্ণ করবে টিম ইন্ডিয়া। দুই পারফরম্যান্সের থেকেও এই সিরিজে এখন সবচেয়ে চর্চিত বিষয় হল পিচ। প্রথম দুই ম্যাচেরই ভাগ্য নির্ধারণে প্রধান ভূমিরকা পালন করেছে পিচ। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে তো পিচের ভূমিকা নিয়ে আলোচনা এখনও পর্যন্ত থামেনি। সেজন্য শেষ ম্যাচেও সকলের নজর রয়েছে ম্যাচের পিচের দিকেই।

তবে আহমেদাবাদ স্টেডিয়ামের পিচ কিউরেটরের  ইঙ্গিত কিন্তু খানিকটা হলেও স্বস্তি গেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে নিউ জিলিযান্ড ক্রিকেটারদের। তাঁর মন্তব্য অনুযায়ী ব্যাটিং সহায়ক পিচই কার্যত প্রস্তুত হয়েছে আহমেদাবাদে। ১৭০ থেকে ১৭৫ রান এই পিচে জয়ের জন্য যথেষ্ট বলেই মনে করছেন তিনি। আর এই মন্তব্যের জেরে ভারতীয় ক্রিড়া মহলে স্বস্তি আসাটাই হয়ত স্বাভাবিক। একদিনের সিরিজে নিউ জিলিযান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলেো, টি টোয়েন্টি  সিরিজের ভাগ্য নির্ধাণ কিন্তু বুধবার রাতেই হবে।

আহমেদাবাদে সিরিজ জয়ের লক্ষে রয়েছে টিম ইন্ডিয়া

দ্বিতীয় ম্যাচের পিচ  নিয়ে ভারত এবং নিউ জিল্যান্ড, দুই দলের ক্রিকেটাররাই তাদের হতাশার কথা গোপন রাখতে পারেননি। ম্যাচ শেষেই এই পিচ দেখে যে চমকে গিয়েছিলেন সেই কথা স্বীকার করে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। লখনউয়ের পিচ নিয়ে সমালোচনা এখনও পর্যন্ত থামতে চাইছে না। হবে নাই বা কেন, দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০০ রানই যে হয়েছিল এই ম্যাচে। এমন চার্নিং পিচে নিউ জিল্যান্ড শুধু নয়, ভারতীয় দলের ব্যাটাররাও যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

তবে আহমেদাবাদের পিচ যে এমন হচ্ছে না তা বেশ স্পষ্ট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কিউরেটর জানিয়েছেন, “১৭০ থেকে ১৭৫ রান তাড়া করার জন্য এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একেবারেই ভাল”। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দুবারই জয় এসেছে। সেখানেই রান তাড়া করে জয় পেয়েছে তিন বার। এই ম্যাচেও যে টস অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে তা বলর অপেক্ষা রাখে না।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে মা্ত্র ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। সহজ লক্ষ্য থাকলেও, রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটারর সমস্যাতে পড়েছিলেন। ১৯.৫ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছিল। যদিও সেষপর্যন্ত জয় তুলে নিতে পেরেছিল ভারত। কিন্তু পিচের টার্ন যে সকলকে হতবাক করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।