দ্বিতীয় টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা

Pathum Nissanka
Pathum Nissanka. ( Photo Source: twitter/Sri Lanka Cricket )

কোভিড আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার দ্বিতীয় টেস্ট চরা মাঝেই করোনা আতঙ্ক শ্রীলঙ্কা শিবিরে। টেস্টের তৃতীয় দিনই করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। আর তাতেই আতঙ্কের আবহ গোটা শ্রীলঙ্কা শিবির জুড়ে। যদ্ও সাঘ্রই তাঁর পরিবর্ত ক্রিকেটার বেছে নিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। পাথুম নিসাঙ্কার পরিবর্ত হিসাবে শ্রীলঙ্কা শিবিরে এসেছেন ওসাদা ফার্ণান্ডো। দ্বিতীয় টেস্টে এগিয়ে থেকেও যেন চিন্তার ভাঁজ শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের কপালে।

গোটা বিশ্ব জুড়ে হঠাত্ই করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। চড়তে শুরু করেছে কোভিডের গ্রাফ। আর সেখানেই একের পর এক আক্রান্ত হয়ে চলেছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে এই কোরনাতে আক্রান্ত হয়েই চিটকে গিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এবার টেস্ট চলাকালীনই কোভিডে আক্রান্ত হয়েছেন পাথুম নিসাঙ্কা। শোনাযাচ্ছে রবিবার সকাল থেকেই নাকি অসুস্থ বোধ করছিলেন শ্রীলঙ্কার ওপেনার। এরপর করনা পরীক্ষা হলে সেেখানেই তাঁর ফলাফল আসে পজিটিভ।

টেস্ট শুরুর আগেই শ্রীলঙ্কার তিন তারকা ক্রিকেটার করোনায় ছিটকে গিয়েছেন

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। গলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কা বাহিনী। সেই লক্ষ্যে বেশ ফ্রন্টফুটেও রয়েছে  শ্রীলঙ্কা শিবির।  তৃতীয় দিনের শেষে ৬৭ রানে এগিয়েও ছিল শ্রীলঙ্কা। হাতে ছিল চার উইকেটষ কিন্তু তার মাঝেই এই কোভিডের হানা শ্রীলঙ্কা শিবিরে নতুন করে চিন্তা বাড়াতে শুরু করেছে। পাথুম নিসাঙ্কার মতো ক্রিকেটার ম্যাচ থেকে ছিটকে যাওয়া যে কতটা বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরের জন্য তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কা ক্রিকট বোর্ডের তরফে একটি বিবৃতি করে জানানো হয়েছে, “কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন পাথুম নিসাঙ্কা। গতকালই পাথুম নিসাঙ্কা অসুস্থ বোধ করায় তাঁর অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছিল, সেখানেই তাঁর ফলাফল এসেছে পজিটিভ”।

প্রথম ইনিংসে দীনেশ চন্ডীমলের দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রন্টফুটে রয়েছে শ্রীলঙ্কা। কিন্তু সেই পরিস্থিতিতেই পাথুম নিসাঙ্কার ছিটকে যাওয়ায় খানিকটা হলেও চিন্তা বেড়েছে শ্রীলঙ্কা শিবিরের। তাঁর জায়গায় কোভিচ পরিবর্ত হিসাবে ওসাদা ফার্ণান্ডোকে আনা হয়েছে দলে। টেস্ট সিরিজ শুরু থেকেই শ্রীলঙ্কা শিবিরে রয়েছে করোনার আতঙ্ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গলে দ্বিতীয় টেস্টে নামার আগেই শ্রীলঙ্কার তিন তারকা ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন। জেফরি ভ্যান্ডারসে, ধনঞ্জয় ডি সিলভা এবং অসিথা ফার্ণান্ডোরা দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এওবার ম্যাচ চলাকালীন পাথুম নিসাঙ্কাও ছিটকে গিয়েছেন।