টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম দিনেই একাধিক রেকর্ড প্যাট কামিন্সের নামে

১৪৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস

Pat Cummins. (Photo by Bradley Kanaris/Getty Images)

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স এর চেয়ে ভালো শুরু বোধহয় চাইতে পারতেন না। তারকা ফাস্ট বোলার ইংল্যান্ডের বিরুদ্ধে গাব্বাতে প্রথম অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপকে গুঁড়িয়ে দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। কামিন্সের বোলিং পরিসংখ্যান ৫/৩৮। সিরিজের উদ্বোধনী ম্যাচে দুই সেশনে ইংল্যান্ড ১৪৭ রানে গুটিয়ে যায়। পাঁচ উইকেট নেওয়ার ফলে একাধিক রেকর্ড নিজের নামে করলেন কামিন্স।  

Advertisement
Advertisement

ঘরের মাঠে বহুল প্রত্যাশিত অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে টিম পেইনের কাছ থেকে দায়িত্ব পান প্যাট কামিন্স। তবে দায়িত্বের প্রথম দিন কামিন্সকে দেখে মনে হয়নি তিনি অধিনায়কত্বের চাপে কাবু হয়ে গেছেন।   

কামিন্স ১৩.১ ওভার বোলিং করেছেন এবং তাঁর উইকেটের তালিকায় অভিজ্ঞ বেন স্টোকস, সেট হয়ে যাওয়া হাসিব হামিদসহ ৫ উইকেট। কামিন্সের সেরা উইকেট সম্ভবত স্টোকসের উইকেটটি। একটি অতিরিক্ত বাউন্স হওয়া বলে স্টোকস স্কোয়্যার্ড আপ হয়ে যান, এবং থার্ড স্লিপে মার্নাস ল্যাবুশেনের হাতে ক্যাচ তুলে দেন।   

৫ উইকেট নেওয়ার সাথে সাথে, ১৯৮৪ সালে জর্জ গিফেনের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছিলেন প্যাট কামিন্স প্রথম টেস্টে ৫ উইকেট শিকার করলেন। ১৯৮২ সালে বব উইলিসের পর কামিন্সই প্রথম অধিনায়ক যিনি অ্যাশেজ টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন। 

এদিকে, কামিন্সও অধিনায়কদের একটি অভিজাত তালিকায় যোগ দিয়েছেন। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বের প্রথম দিনেই ৫ উইকেট সংগ্রহ করা চতুর্থ বোলার হলেন তিনি। উল্লেখ্য, এটি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কামিন্সের প্রথম ফাইভ-ফার। 

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম দিনে যাঁরা পাঁচ উইকেট নিয়েছেন এক ইনিংসে

৫/১৯ চার্লস অব্রে স্মিথ – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, পোর্ট এলিজাবেথ, ১৮৮৯

৫/৩৫ জর্জ অ্যালেন – ইংল্যান্ড বনাম ভারত, লর্ড’স, ১৯৩৬

৭/৫২ ইমরান খান – পাকিস্তান বনাম ইংল্যান্ড, বার্মিংহ্যাম, ১৯৮২

৫/৩৮ প্যাট কামিন্স – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ব্রিসবেন, ২০২১ 

একাধিক রেকর্ড ভাঙার পর দাঁড়িয়ে থাকা সমগ্র গাব্বা জনতার কাছ থেকে কামিন্স অভিনন্দন পান

কামিন্সের পেস সহকর্মী জশ হ্যাজেলউড ডিপ থেকে দৌড়িয়ে একটি নীচু ক্যাচ নিয়ে ক্রিস ওকসের (২১) উইকেট নেওয়ার সাথে সাথে কামিন্স পাঁচ উইকেটে পৌঁছন এবং ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। তখন কামিন্স দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ড্রেসিংরুমের দিকে নিয়ে যাওয়ার সময় কুকাবুরা বলটি উঁচু করে তুলে ধরেন এবং গাব্বাউ উপস্থিত সমগ্র জনতা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।  

ঘাসযুক্ত পিচে জো রুট টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে ইংল্যান্ডের একটি বিপর্যয়কর সূচনা হয়েছিল। রোরি বার্নস ৮৫ বছরের মধ্যে প্রথমবার অ্যাশেজ সিরিজের প্রথম বলে আউট হন। মিচেল স্টার্কের বল তাঁর পায়ে লেগে বোল্ড হন। অধিনায়ক রুটও ব্যর্থ, তাঁর সংগ্রহে শূন্য রান।