নামিবিয়ার ড্রেসিংরুমে ঢুকে অভিনন্দন জানিয়ে এল পাকিস্তানি ক্রিকেটাররা

প্রত্যুত্তরে নামিবিয়ার সহকারী কোচ অ্যালবি মর্কেলের ধন্যবাদ জ্ঞাপন

Pakistan and Namibia players. (Photo Source: Twitter/Pakistan Cricket)

স্পোর্টসম্যান স্পিরিটের একটি উজ্জ্বল প্রদর্শন দেখা গেল গতকাল যখন পাকিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাশাহীতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টানা চতুর্থ ম্যাচ জেতার পর নামিবিয়ার ড্রেসিংরুমে গিতে তাদের অভিনন্দন জানিয়ে এল। ২রা নভেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছিল। বাবর আজমের নেতৃত্বাধীন দল ৪৫ রানের ব্যাপক ব্যবধানে টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা নামিবিয়াকে হারিয়েছে।  

Advertisement
Advertisement

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেই বাছাইপর্ব থেকে নামিবিয়া যে চমকপ্রদ পারফরম্যান্স করছে তাতে ক্রিকেটমহল মুগ্ধ। আয়ারল্যান্ডের মতো টেস্ট খেলিয়ে দেশকেও তারা পরাস্ত করেছে। সুপার ১২তে উঠে তারা স্কটল্যান্ডকেও হারিয়েছে। যদিও তারা আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের অন্য দুটি লড়াইয়ে হেরেছে। তারা এখনও ভারত এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হয়নি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ভিডিও পোস্ট করেছে তাদের অফিসিয়াল টুইটারে। যেখানে দেখা যাচ্ছে তাদের খেলোয়াড়রা নামিবিয়ার ড্রেসিংরুমে ঢুকে নামিবিয়ানদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। ক্যাপশনে লেখা হয়েছে, “#স্পিরিটঅফক্রিকেট – পাকিস্তান দল @T20WorldCup-এ নামিবিয়ার যাত্রায় অভিনন্দন জানাতে তাদের ড্রেসিংরুমে গিয়েছিল।”

“এই পর্যায়ে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন। আপনারা একটি দুর্দান্ত কাজ করেছেন এবং ভালো ক্রিকেট খেলেছেন। আমরা আপনাদের একটি ভাল ভবিষ্যত দেখতে পাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা,” একজন পিসিবি কর্মকর্তা নামিবিয়া দলকে অভিনন্দন জানিয়ে বলেন। দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাত মেলান এবং একে অপরের সাথে কয়েকটি ছবি তোলেন। 

অ্যালবি মর্কেলের ধন্যবাদজ্ঞাপন 

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালবি মর্কেল, যিনি বর্তমানে নামিবিয়ার সহকারী কোচ, পাকিস্তানের এই ব্যবহারের জন্য ধন্যবাদ জানিয়েছেন। “আমাদের চেঞ্জ রুমে কিছু সময় দেওয়ার জন্য @দ্যরিয়ালপিসিবিকে ধন্যবাদ। @ক্রিকেটনামিবিয়া ছেলেরা সত্যিই পাকিস্তানের বিরুদ্ধে খেলা উপভোগ করেছে,” মর্কেল টুইট করেছেন।

মঙ্গলবার, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান আবারও তাদের দলকে একটি আধিপত্যপূর্ণ জয়ে সাহায্য করার জন্য প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই জয়ের পর তারা সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে। 

বাবরের ৪৯ বলে ৭০ এবং রিজওয়ানের অপরাজিত ৫০ বলে ৭৯ রানের সৌজন্যে পাকিস্তান ১৮৯/২-এর বিশাল রান  করে। প্রথম ১০ ওভারে মাত্র ৫৯ রান করলেও পরের ১০ ওভারে ১৩০ রান তুলে নেয় পাকিস্তান। নামিবিয়া অত বড় রান তাড়া করতে নেমে কখনোই ম্যাচ জেতার মতো পরিস্থিতিতে ছিল না।