৫ অক্টোবর থেকে শুরু ২০২৩ ওডিআই বিশ্বকাপ, ফাইনাল আহমেদাবাদে ১৯ নভেম্বর
আপডেট করা - Jun 27, 2023 1:20 pm

মঙ্গলবার থেকেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আসন্ন বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বেশ কয়েকদিন ধরেই বিশ্বকাপের সূচী নিয়ে নানান জল্পনা চলছিল। মঙ্গলবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সেই সূচীই ঘোষণা করে দিল আইসিসি। ১ মাস ১৪ দিনের বিশ্বকাপের সূচী ঘোষণা করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গতবারেরর ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়েই আহমেদাবাদে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। উত্তেজনার পারদ যে এখন থেকেই তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের বিশ্বকাপ শুরু হওয়াকর আগে সবচেয়ে বেশী আলোচনা হয়েছিল একটি ম্যাচ নিয়েই। ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে হবে। ভারতের মাটিতে পাকিস্তান খেলতে আসবে কিনা তা নিয়েই নানান হিসাব নিকাশ চলছিল। দীর্ঘ টালবাহানার পর আহমেদাবাদেউ হবে এবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে।
২০১১ সালের পর ফেরক একবার ভারতের মাটিতে হতে চলেছে বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রতিটি ভেন্যুতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব মিলিে ১২টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপের ম্যাচ। প্রথম ম্যাচের পাশাপাশি ফাইনালও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। হাতে বাকি রয়েছে আর মাত্র তিনটি মাস। তারপরই শুরু হতে চলেছে বিশ্বসেরা হওয়ার লড়াই।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সূচী
৫ অক্টোবর | ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড | আহমেদাবাদ |
৬ অক্টোবর | পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১ | হায়দরাবাদ |
৭ অক্টোবর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | ধরমশালা |
৭ অক্টোবর | দক্ষি আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ২ | দিল্লি |
৮ অক্টোবর | ভারত বনাম অস্ট্রেলিয়া | চেন্নাই |
৯ অক্টোবর | নিউ জিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১ | হায়দরাবাদ |
১০ অক্টোবর | ইংল্যান্ড বনাম বাংলাদেশ | ধরমশালা |
১১অক্টোবর | ভারত বনাম আফগানিস্তান | দিল্লি |
১২ অক্টোবর | পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ২ | হায়দরাবাদ |
১৩ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | লখনউ |
১৪ অক্টোবর | ইংল্যান্ড বনাম আফগানিস্তান | দিল্লি |
১৪ অক্টোবর | নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ | চেন্নাই |
১৫ অক্টোবর | ভারত বনাম পাকিস্তান | আহমেদাবাদ |
১৬ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ২ | লখনউ |
১৭ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ১ | ধরমশালা |
১৮ অক্টোবর | নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান | চেন্নাই |
১৯ অক্টোবর | ভারত বনাম বাংলাদেশ | পুনে |
২০ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | বেঙ্গালুরু |
২১ অক্টোবর | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | মুম্বই |
২১ অক্টোবর | কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২ | লখনউ |
২২ অক্টোবর | ভারত বনাম নিউ জিল্যান্ড | ধরমশালা |
২৩ অক্টোবর | পাকিস্তান বনাম আফগানিস্তান | চেন্নাই |
২৪ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | মুম্বই |
২৫ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ১ | দিল্লি |
২৬ অক্টোবর | ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ২ | বেঙ্গালুরু |
২৭ অক্টোবর | পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | চেন্নাই |
২৮ অক্টোবর | কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ | কলকাতা |
২৮ অক্টোবর | অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড | ধরমশালা |
২৯ অক্টোবর | ভারত বনাম ইংল্যান্ড | লখনউ |
৩০ অক্টোবর | আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ২ | পুনে |
৩১ অক্টোবর | পাকিস্তান বনাম বাংলাদেশ | কলকাতা |
১ নভেম্বর | নিউ জিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | পুনে |
২ নভেম্বর | ভারত বনাম কোয়ালিফায়ার ২ | মুম্বই |
৩ নভেম্বর | কোয়ালিফায়ার ১ বনাম আফগানিস্তান | লখনউ |
৪ নভেম্বর | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | আহমেদাবাদ |
৪ নভেম্বর | নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান | বেঙ্গালুরু |
৫ নভেম্বর | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | কলকাতা |
৬ নভেম্বর | বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২ | দিল্লি |
৭ নভেম্বর | অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান | মুম্বই |
৮ নভেম্বর | ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১ | পুনে |
৯ নভেম্বর | নিউ জিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ২ | বেঙ্গালুরু |
১০ নভেম্বর | দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান | আহমেদাবাদ |
১১ নভেম্বর | ভারত বনাম কোয়ালিফায়ার ১ | বেঙ্গালুরু |
১২ নভেম্বর | ইংল্যান্ড বনাম পাকিস্তান | কলকাতা |
১২ নভেম্বর | অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ | পুনে |
১৫ নভেম্বর | সেমিফাইনাল ১ | মুম্বই |
১৬ নভেম্বর | সেমিফাইনাল ২ | কলকাতা |
১৯ নভেম্বর | ফাইনাল | আহমেদাবাদ |