ওডিআই বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তিরুবন্তপুরমের উদ্দেশ্যে রওনা হল ভারতীয় দল
আপডেট করা - Oct 1, 2023 3:25 pm
৩রা অক্টোবর, মঙ্গলবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচটি খেলার জন্য ইতিমধ্যেই তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের তাদের প্ৰথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটি ভেস্তে গিয়েছিল। অন্যদিকে, নেদারল্যান্ডসের প্ৰথম প্রস্তুতি ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। তারা এই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে ওভার কমে ২৩ হয়ে গিয়েছিল। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৬৬ রান তুলেছিল। নেদারল্যান্ডস রান তাড়া করতে নেমে ১৪.২ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করেছিল। এরপর আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং খেলা শেষ করা সম্ভব হয়নি।
১লা অক্টোবর, রবিবার, গুয়াহাটি থেকে বিদায় নেয় ভারতীয় দল। তারা তিরুবনন্তপুরমে অবশ্যই একটি বৃষ্টিমুক্ত ম্যাচ খেলতে চাইবে। ৩০শে সেপ্টেম্বর, শনিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু এরপর গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং শেষমেশ ম্যাচটিতে একটি বল খেলাও সম্ভব হয়নি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটির পর ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে আবার ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। ৮ই অক্টোবর, রবিবার, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এইবারের ওডিআই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের ট্রফি জিততে চাইবে ভারত
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার অন্যতম দাবিদার হল ভারত। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। এরপর, ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। এইবারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। সুতরাং, দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ পাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। শেষমেশ বিশ্বকাপে তাদের ফলাফল কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।
ভারতীয় দল এখন খুব ভালো ফর্মে রয়েছে। আসন্ন বিশ্বকাপে তারা অবশ্যই এই ফর্ম বজায় রাখতে চাইবে। এশিয়া কাপ ২০২৩-এ ভারত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল এবং ট্রফি জিততে সক্ষম হয়েছিল। চোট থেকে ফিরে আসা খেলোয়াড়রা তাদের ফর্ম ফিরে পেয়েছেন। বাকিরাও ভালো ফর্মে রয়েছেন। এইবারের বিশ্বকাপে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করবে বলে আশা করা যায়।