বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনাল ২, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকাঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও সম্ভাব্য একাদশ
আপডেট করা - Nov 15, 2023 8:04 pm

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে চলতি বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালের লড়াইয়ে নামতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ইডেন গার্ডেন্সে দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
বিশ্বকাপের সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। প্রতি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে অজি বাহিনী। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে এই বিশ্বকাপের মঞ্চে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেটা যে সেমিফাইনালের মঞ্চে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলাই বাহুল্য। একইসঙ্গে সোই ম্যাচে স্টিভ স্মিথও বড় রান পেয়েছিলেন।
একইসঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও এবারের বিশ্বকাপের মঞ্চে অসাধারণ ফর্মে রয়েছে। একের পর এক ম্যাচে বড় পারফরম্যান্স দেখিয়েছেন কুইন্টন ডিকক, এডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেনদের মতো তারকা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারাই যে দক্ষিণ আফ্রিকা শিবিরের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
কুউন্টন ডিককঃ এবারের বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন কুইন্টন ডিকক। তিনিই প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০০ রান করেছেন তিনি। এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপের মঞ্চে কুইন্টন ডিককের ব্যাটে রান রয়েছে ৫৯১।
ডেভিড ওয়ার্নারঃ এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে অসাধারণ ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। চলতি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের মালিকও তিনি। তাঁর রান রয়েছে বিশ্বকাপে ৪৯৯। সেইসঙ্গে দুটো সেঞ্চুরীও রয়েছে তাঁর।
অল রাউন্ডার
গ্লেন ম্যাক্সওয়েলঃ এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। চলতি বিশ্বকাপের মঞ্চে তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন। এই মুহূর্তে তাঁর রান রয়েছে ৩৯৭। সেইসঙ্গে তাঁর উইকেট রয়েছে পাঁচটি।
বোলার
অ্যাডাম জাম্পাঃ এবারের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন অ্যাডাম জাম্পা। এই মুহূর্তে ২২টি উইকেট নিয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক অ্যাডাম জাম্পা।
কেশভ মহারাজঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে বরাবরই সফল কেশব মহারাজ। এখনও পর্যন্ত ৮ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১১ উইকেট রয়েছে। এবারের বিশ্বকাপে কেশব মহারাজ পেয়েছেন ১৪টি উইকেট। ইডেনে বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ভয়ঙ্কসহয়ে উঠতে পারেন কিনা সেটা তো সময় বলবে।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য প্রস্তাবিত একাদশ
উইকেটকিপার – কুইন্টন ডিকক ( অধিনায়ক )
ব্যাটার – ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ
অল রাউন্ডার – গ্লেন ম্যাক্সওয়েল, এডেন মার্করাম
বোলার – জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা, অ্যাডাম জাম্পা ( সহ অধিনায়ক ), মিচেল স্টার্ক