বিশ্বকাপ ২০২৩, নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

New Zealand and Sri Lanka
New Zealand and Sri Lanka. (Photo Source: AJJAD HUSSAIN/AFP, Matt Roberts-ICC/ICC via Getty Images)

শেষ কয়েকটি ম্যাচ হেরে বেশ চিন্তায় পড়ে গিয়েছে নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে নিউ জিল্যান্ড। সেমিফাইনালে নিজেদের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের। সেই লক্ষ্যে এই মুহূর্তে শেষ প্রস্তুতি চালাচ্ছে কিউই বাহিনী। শেষ ম্যাচে হেরে গিয়ে কিউই বাহিনীর ওপর যে চাপটা বেশ খানিকটা বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচেই নিউ জিল্যান্ড শিবিরে ফিরেছে কেন উইলিয়ামসন। এই ম্যাচে সম্পূর্ণ চোটহীন দলই যে নিউ জিল্যান্ড শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বেশ স্পষ্ট।

অন্যদিকে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে শ্রাীলঙ্কা। সেইসঙ্গে এবারের বিশ্বকাপের মঞ্চেও তাদের যাত্রা শেষ হয়ে গিয়েছে। যদিও সেই ম্যাচে চরিথ আসালঙ্কা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সই যে এই তারকা ক্রিকেটার ধরে রাখতে চাইবেন তা বলাই বাহুল্য। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের থেকে শ্রীলঙ্কার চাপটাও এই ম্যাচে খানিকটা কম রয়েছে । এছাড়া এবার শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন দিলশন মদুশঙ্কা।

অন্যদিকে নিউ জিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র দুরন্ত ফর্মে রয়েছে। সেইসঙ্গে ফর্মে রয়েছেন কেন উইলিয়ামসনও। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরে গেলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড।

নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রাচিন রবীন্দ্রঃ এবারের বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রাচিন রবীন্দ্র। চলচি বিশ্বকাপের মঞ্চে  কিউই বাহিনীর হয়ে সর্বোচ্চ রান রয়েছে এই তরুণ ক্রিকেটারের। সেখানেই তাঁর রান রয়েছে ৫২৩ এবং গড় রয়েছে ৭৪.৭১। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও সেঞ্চুরী করেছিলেন রাচিন রবীন্দ্র।

কেন উইলিয়ামসনঃ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটো ম্যাচ  খেলেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। শেষম্যাচে নিউ জিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ৯৫ রান করেছিলেন কেন উইলিয়ামসন।

অল রাউন্ডার

মিচেল স্যান্টনারঃ এবারের বিশ্বকাপের মঢ্চে নিউ জিল্যান্ডের হয়ে অল রাউন্ড পারফরম্যান্স দেখাচ্ছেন মিচেল স্যান্টনার। এই মুহূর্তে ১৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। সেইসঙ্গে ৯৪ রান রয়েছে তাঁর।

বোলার

দিলশন মদুশঙ্কাঃ শ্রীলঙ্কার হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন দিলশন মদুশঙ্কা। প্রতি ম্যাচেই উইকেট রয়েছে তাঁর। শ্রীলঙ্কার এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক দিলশন মদুশঙ্কা। সেখানেই ২১ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।

নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

উইকেট কিপার – ডেভন কনওয়ে, কুশল মেন্ডিস

ব্যাটার – ড্যারিল মিচেল, পাথুম নিসাঙ্কা, কেন উইলিয়ামসন

অলরাউন্ডার – রচিন রবীন্দ্র ( অধিনায়ক ), মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস

বোলার – ট্রেন্ট বোলিট, মহিস থিকসানা, দিলশন মদুশঙ্কা ( সহ অধিনায়ক )