ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪৪, ইংল্যান্ড বনাম পাকিস্তান: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

England vs Pakistan
England vs Pakistan. (Photo Source: Twitter)

প্রিভিউ

১১ই নভেম্বর, শনিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪৪ তম ম্যাচে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে তারা এখনও টিকে আছে। চলতি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ড এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র ২টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ৬টি ম্যাচে তারা হেরেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে।

পাকিস্তানের পক্ষে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে ওঠা খুবই কঠিন। তারা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪টি ম্যাচে জয় পেয়েছে এবং ৪টি ম্যাচে হেরেছে। এখন পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। যদি তারা ইংল্যান্ডকে অনেক বড় ব্যবধানে হারাতে না পারে তাহলে তাদের চলতি ওডিআই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

পাকিস্তান

আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলি, শাহীন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড মালান – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন এবং ৩৭৩ রান করেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ৭৪ বলে ৮৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন।

ফখর জামান – শেষ দুটি ম্যাচে তিনি খুব ভালো রান পেয়েছেন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি যথাক্রমে ৭৪ বলে ৮১ রান এবং ৮১ বলে অপরাজিত ১২৬ রান করেছিলেন।

অলরাউন্ডার

মইন আলি – চলতি ওডিআই বিশ্বকাপে তিনি ব্যাট হাতে ৮৭ রান করেছেন এবং বল হাতে ৩টি উইকেট শিকার করেছেন। এই ৩টি উইকেটই তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেয়েছিলেন।

ইফতিখার আহমেদ – এই টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে ১৩৯ রান করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, বল হাতে তিনি ৩টি উইকেট নিয়েছেন।

বোলার

আদিল রশিদ – চলতি ওডিআই বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত ১৩টি উইকেট নিয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।

শাহীন আফ্রিদি – এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত মোট ১৬টি উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৫/৫৪।

উইকেটরক্ষক

মহম্মদ রিজওয়ান – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ৩৫৯ রান করতে সক্ষম হয়েছেন। তার সর্বোচ্চ স্কোর হল ১৩১*।

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড মালান (সহ-অধিনায়ক), ফখর জামান (অধিনায়ক), বাবর আজম, মহম্মদ রিজওয়ান, বেন স্টোকস, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, মইন আলি, শাহীন আফ্রিদি, আদিল রশিদ, মহম্মদ ওয়াসিম জুনিয়র।