ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪২, দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

South Africa and Afghanistan
South Africa and Afghanistan. (Photo Source: Pankaj Nangia, Robert Cianflone/Getty Images)

প্রিভিউ

১০ই নভেম্বর, শুক্রবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪২ তম ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান।

দক্ষিণ আফ্রিকা চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। তারা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৬টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ২টি ম্যাচে তারা হারের মুখোমুখি হয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল +১.৩৭৬।

আফগানিস্তানের পক্ষে সেমিফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে গেছে। চলতি ওডিআই বিশ্বকাপে তারা ৪টি ম্যাচে জয় পেয়েছে এবং ৪টি ম্যাচে পরাজিত হয়েছে। এখন পয়েন্ট তালিকায় ষষ্ঠতম স্থানে রয়েছে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন দল। তাদের নেট রান রেট হল -০.৩৩৮। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রাসি ফান ডার ডুসেন – চলতি ওডিআই বিশ্বকাপে তিনি ইতিমধ্যেই ৩৬৬ রান করে ফেলেছেন। তিনি ২টি শতরান এবং ১টি অর্ধশতরান সহ এই রান করেছেন।

হসমতউল্লাহ শাহিদী – তিনি চলতি ওডিআই বিশ্বকাপে খুব ভালো ফর্মের প্রদর্শন করেছেন। তিনি ৮টি ম্যাচ খেলে ৩০৮ রান করতে সক্ষম হয়েছেন।

অলরাউন্ডার

মার্কো জ্যানসেন – এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। তিনি ব্যাট হাতে ১৫৭ রান করেছেন এবং বল হাতে ১৭টি উইকেট শিকার করেছেন।

আজমতউল্লাহ ওমরজাই – তিনি এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি ব্যাট হাতে ২৫৬ রান করেছেন এবং বল হাতে ৭টি উইকেট নিয়েছেন।

বোলার

কাগিসো রাবাডা – তিনি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন এবং ১২টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৩/৩৩।

নবীন-উল-হক – তিনি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন এবং ৮টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ২টি উইকেট শিকার করেছিলেন।

উইকেটরক্ষক

কুইন্টন ডি কক – তিনি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত দারুণ ফর্ম দেখিয়েছেন। তিনি ৪টি শতরান সহ ৫৫০ রান করতে সক্ষম হয়েছেন।

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ইব্রাহিম জাদরান, কুইন্টন ডি কক (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, হসমতউল্লাহ শাহিদী, এডেন মার্করাম, আজমতউল্লাহ ওমরজাই (সহ-অধিনায়ক), মার্কো জ্যানসেন, রশিদ খান, কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েটজি, নবীন-উল-হক।