ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪২, দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

South Africa and Afghanistan
South Africa and Afghanistan. (Photo Source: Pankaj Nangia, Robert Cianflone/Getty Images)

১০ই নভেম্বর, শুক্রবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪২ তম ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এবং হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে।

দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা তাদের আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে একটি লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল। ভারত টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলের সামনে ৩২৭ রানের লক্ষ্য রেখেছিল। রান তাড়া করতে নেমে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেমিফাইনালের আগে তারা অবশ্যই আবার জয়ের পথে ফিরতে চাইবে। শেষমেশ তারা আফগানিস্তানের বিরুদ্ধে জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

আফগানিস্তানের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে তাদের এই ম্যাচটি অনেক বড় ব্যবধানে জিততে হবে। তারা এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৪টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ৪টি ম্যাচে তারা হেরেছে। অস্ট্রেলিয়ার কাছে তারা ৩ উইকেটে হেরেছিল। হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান তুলেছিল। গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো দ্বিশতরানের হাত ধরে ১৯ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তান কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ পুরোপুরিভাবে ব্যাটিং-বান্ধব। সুতরাং, আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে অনেক রান ওঠার সম্ভাবনা রয়েছে। এখানে বোলারদের সমস্যার মধ্যে পড়তে দেখা যেতে পারে। যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।

সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ১ | দক্ষিণ আফ্রিকা – ১ | আফগানিস্তান – ০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট