বিশ্বকাপ ২০২৩, ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

England and Netherlands
England and Netherlands. (Photo Source: Twitter)

বিশ্বকাপের মঞ্চ থেকে দুই দলই ছিটকে গিয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। সেখানেই শেষপর্যন্ক ব্রিটিশ বাহিনী জয় পায় কিনা সেটাতো সময়ই বলবে। এবারের বিশ্বকাপের মঞ্চে একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে ব্রিটিশ বাহিনী। এবারের বিশ্বকাপের মঞ্চে ফেভারিটের তকমা থাকলেও সেই পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে একেবারে লাস্ট বয়ের তকমা রয়েছে ইংল্যান্ডের গায়ে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতেই এবারের বিশ্বকাপে যাত্রাটা শেষ করতে চাইবে ইংল্যান্ড।

এই মুহূর্তে লিগ টেবিলে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড কার্যত একই জায়গায় রয়েছে। শেষ ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ব্রিটিশ ব্যাটাররা। বেন ল্টোকস চেষ্টা চালালেও, জস বাটলার., ডেভিড মালানদের মতো তারকা ক্রিকেটাররা ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। শেষ ্মযাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে সেদিকেই বাড়তে নজর রয়েছে ইউংল্যান্ড বাহিনীর। ধারেভারে এগিয়ে থাকলেও এবরে অঘটনের বিশ্বকাপের কোনও কিছুই যে অসম্ভব নয় তা বেশ ভালভাবেই বুঝতে পারছেন সকলে।

অন্যদিকে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। সেখানেও অবশ্য জিততে পারেনি নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে এলেও ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি তারা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই রয়েছে তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড মালানঃ এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে একমাত্র সফল ব্যাটার ডেভিড মালান। চলতি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক তিনি। তাঁর ব্যাট থেকেউ এসেঠে ২৮৬ রান। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একটি অর্ধশতরান।

অল রাউন্ডার

ডেভিড উইলিঃ ডেভিড উইলি এই বিশ্বকাপের পরই দেশের জার্সি থেকে অবসর নিতে চলেছেন। এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ভাল বোলিং করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষবার ইংল্যান্ডের ম্যাচে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে চার ম্যাচে ছয় উই উইকেট রয়েছে ডেভিড উইলির।

বেন স্টোকসঃ ইংল্যান্ডের হয়ে প্রথম থেকে খেলেননি তিনি। শেষ চার ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন বেন স্টোকস। সেখানেই শেষ ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে চার ম্যাচে ১১২ রান রয়েছে বেন স্টোকসের।

বোলার

আদিল রশিদঃ এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন আদিল রশিদ। সাত ম্যাচ খেলে ১০ উইকেট রয়েছে তাঁর।

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

উইকেটকিপার – জস বাটলার

ব্যাটার – ডেভিড মালান, বেন স্টোকস

অল রাউন্ডার – বাস ডে লিড, লোগান ফান বিক, কলিন অ্যাকারম্যান, মোঈন আলি, ডেভিড উইলি, লিয়াম লিভিংস্টোন

বোলার – আদিন রশিদ, ক্রিস ওকস