বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

AUS vs BAN. ( Photo Source: Philip Brown/Popperfoto, ARUN SANKAR/AFP via Getty Images )

শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী পারফরম্যান্স। আর তাতেই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে পেলেছে অস্ট্রেলিয়া। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে অজি বাহিনী। যদিও এই ম্যাচ এখন বিশ্বকাপের মঞ্চে গুরুত্বহীন।  যদিও অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতেই লিগ পর্ব শেষ করে চাইবে। অন্যদিকে বাংলাদেশের কাছে এই ম্যাচ মানরক্ষার। একইসঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যও রয়েছে বাংলাদেশের সামনে। শেষপর্যন্ত এই ম্যাচ জিতে কোন অধিনায়কের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে।

Advertisement
Advertisement

শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার তাকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এই বিশ্বকাপের মঞ্চে তাঁর ব্যাটেই প্রথম দ্বিশতরান এসেছে। সেই পারফরম্যান্স যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ম্যাচে অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে চলেছেন স্টিভ স্মিথ। গত ম্যাচে ভার্টিগোর জন্য খেলানো যায়নি এই তারকা ক্রিকেটারকে। তবে শোনাযাচট্ছে এখন নাকি স্টিভ সুস্থ রয়েছে। অস্ট্রেলিয়া শিবিরে তাঁর প্রত্যাবর্তন যে দলকে আরও বেশী শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে আশা শেষ হয়ে গলেও, বাংলাদেশের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। বাংবাদেসের সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার হাতছানি। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে নামতে পারবেন না সাকিব অল হাসান। হাতের আঙুলে গুরুতর চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন বাংলাদেশের অধিনাায়ক। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের নেতৃত্বে সামলাবেন নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছিল বাংলাদেশ। সেই জয়ের ধারা এই ম্যাচে বজায় রাখতে পারে কিনা বাংলাদেশ তা তো সময়ই বলবে।

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নারঃ এবারের বিশ্বকাপের মঞ্চে  অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে এবার সর্বোচ্চ রানের মালিক তিনি। অস্ট্রেলিয়ার হয়ে চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে ডেভিড ওয়ার্নারের রান রয়েছে ৪৪৬।

গ্লেন ম্যাক্সওয়েলঃ এবারের বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে একটি সেঞ্চুরীও রয়েছে এই তারকা ক্রিকেটারের। ফ্যান্টাসি দলে গ্লেন ম্যাক্সওয়েলের অধিনায়ক হিসাবে সেরা বাছাই।

অল রাউন্ডার

মেহিদী হাসান মিরাজঃ সাকিব অল হাসানের অনুপস্থিতি বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মেহিদী হাসান মিরাজকে। চলতি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে ১০টি উইকেট নেওয়ার সঙ্গ ১৭২ রান করেছেন মেহিদী হাসান মিরাজ।

বোলার

মিচেল স্টার্কঃ চলতি বিশ্বকাপের মঞ্চে মিচেল স্টার্কের ঝুলিতে রয়েছে ১০টি উইকেট। সেইসঙ্গে কতাঁর ইকনমি রেট রয়েছে ৬.৫৫ এবং স্ট্রাইকরেট রয়েছে ৪০.২০।

প্যাট কামিন্সঃ এবারের বিশ্বকাপে বল হাতে ভাল ফর্মে রয়েছেন প্যাট কামিন্স। আট ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেইসঙ্গে শেষ ম্যাচে কামিন্সের ব্যাটিংয়েরও প্রশংসা করছেন সকলে। তাঁর ইকনমি রেট রয়েছে ৬.০৪।

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

উইকেটকিপার – মুশফিকুর রহিম

ব্যাটার – ট্রেভিস হেড, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে

অল রাউন্ডার – গ্লেন ম্যাক্সওয়েল ( অধিনায়ক ), মেহিদী হাসান মিরাজ

বোলার – প্যাট কামিন্স, জশ হেজেলউড, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক