নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ ঈশান কিষাণের সামনে কঠিন পরীক্ষা, মত দীনেশ কার্তিকের

Ishan Kishan. ( Image Source: Twitter )

একদিনের ক্রিকেটে  শেষ কয়েকটি ম্যাচে ভাল পারফর্মযান্স দেখালেও, টি টোয়েন্টিতে কিন্তু বাল পারফরম্যান্স প্রদ্রশনে ব্যর্থই হয়েছেন  ঈশান কিষাণ। ভারতীয় দলের হয়ে একের পর এক টি টোয়েন্টি ম্যাচে খেললেও, এখনও পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বলেই মনে করছেন দীনেশ কার্তিক। এই মুহূর্তে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। সিরিজের শেষ দুটো ম্যাচই ঈশান কিষাণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দীনেশ কার্তিক। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল।

Advertisement
Advertisement

একদিনের সিরিজ জিততে পারলেও, নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে ভারত। ২১ রনে সেই ম্যাচে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেখানে সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরকে বাদ দিলে কোনও ভারতীয় ব্যাটারই নিজেদের পারফর্ম্যান্স দেখাতে পারেননি। এই ম্যাচেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঈশান কিষাণ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ রানের গন্ডী টপকাতে পারেননি তিনি। একের পর এক ম্যাচে এমন ব্যর্থতা যে ঈশান কিষাণের জন্য চিন্তাটা ক্রমশ বাড়াচ্ছে মানতে দ্বিধা নেই দীনেশ কার্তিকের।

শেষ ১১টি টি টোয়েন্টিতে কোনও অর্ধশতরান নেই ঈশান কিষাণের

গতবছর থেকে এখনও পর্যন্ত ভারতের হয়ে প্রায় ১১টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ঈশান কিষাণের। প্রতিটি ম্যাচেও ওপেনিং করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বড় রানের ঝলক একবারও ইশান কিষাণের ব্যাট থেকে দেখা যায়নি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো টি টোয়েন্টিতে ভাল পারফর্ম করতে না পারলে  ঈশান কিষাণের রাস্তা অনেকটা কঠিন  হয়ে যাবে বলেই মনে করছেন দীনেশ কার্তিক।

এই প্রসঙ্গে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে দীনেশ কার্তিক জানিেয়েছেন, “ঈশান কিষাণই এই মুহূর্তে এমন একজন ক্রিকেটার যাঁকে বহু সুযোগ দেওয়া হলেওক্রমাগথই ব্যর্থ হচ্ছেন  ব্যাট হাতে। শেষ ১১টি টি টোয়েন্টি ম্যাচে ঈশান কিষাণের ব্যাটে একটিও অর্ধশতরানের দেখা মেলেনি। সেখানে প্রতিটি ম্যাচেই ভারতীয় দলের হয়ে ওপেন করেছিলেন তিনি। টি টোয়েন্টির মতো ফর্ম্যাটে ওপেন করার সুযোগ পাওয়াটা সবসময়ই একটা বিলাসিতা। বিশেষ করে সেটা যদি এশিয়াতে হয়”।

গতবছরের শেষেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস কেলেছিলেন ঈশান কিষাণ। তাঁরক ঝোড়ো ইনিংস দেখে সকলেই আপ্লুত হয়েছিলেন। কিন্তু টি টোয়েন্টিতে ব্যর্থই হয়েছিলেন ঈশান কিষাণ। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ড, কোনও দলের বিরুদ্ধেই চিত্রটা বদলায়নি। হাতের এই শেষ দুটো ম্যাচ ঈশানের সামনে কঠ্ন পরীক্ষা বলেই মনে করছেন দীনেশ কার্তিক।