নিউজিল্যান্ড ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই

Virat Kohli. (Source: Michael Steele-ICC/ICC via Getty Images)

১০ উইকেটে পাকিস্তানের কাছে হার ভারতের। সেই নিয়ে চর্চা চলছেই। তবে ম্যাচ হেরে এবার ডু অর ডাই পরিস্থিতি ভারতের। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। ওই ম্যাচে হারলেই সেমিফাইনালে যাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার কাছে। তবে বাকি তিনটে ম্যাচ তুলনায় সহজ বলেই আশা ভারতীয় সমর্থকদের।

Advertisement
Advertisement

আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছেন, এই তিন দলের বিরুদ্ধে অনায়াসে জিতবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এই গ্রুপ থেকে রয়েছে এই তিনটে দলই ৷ যদিও ভুলে গেলে চলবে না ৷ আফগানিস্তানও দারুণ ছন্দে রয়েছে ৷ যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন রশিদ খানরাও ৷ কিন্তু সে সবে এখন মন নেই ভারতীয় সমর্থকদের ৷ সবার নজর এখন ৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেই ৷ কারণ টুর্নামেন্টে টিকে থাকতে ওই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় নেই বিরাট কোহলিদের সামনে৷

হিসেব অনুযায়ী, নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। বাবর আজমরা এই ম্যাচ জেতায় কিছুটা সুবিধা হল ভারতেরও ৷ কারণ নিউজিল্যান্ড জিতলে এই গ্রুপের অঙ্কটা আরও কঠিন হওয়ার সম্ভাবনা ছিল ৷ আপাতত যা অবস্থা, তাতে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচই গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ৷ কারণ ওই ম্যাচে যে দল হারবে, তাদের গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাবে ৷