বাংলাদেশ লেজেন্ডসকে হারিয়ে প্রথম জয় পেল নিউ জিল্যান্ড লেজেন্ডস

New Zealand Legends
New Zealand Legends. ( Image Source: Twitter)

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এবারই প্রথমবার এসেছে নিউ জিল্যান্ড লেজেন্ডস। কিন্তু প্রথম ম্যাচেই হারতে হয়েছিল তাদের। শুরুটা সেভাবে করতে পারেনি নিউ জিল্যান্ডের লেজেন্ডসরা। অবশেষে বাংলাদেশ লেজেন্ডসকে হারিয়েই এবহারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রথম জয় পেল নিউ জিল্যান্ড লেজেন্ডস। দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে নেমেছিল নিউ জিল্যান্ড লেজেন্ডস। দুর্ধর্ষ বোলিংয়ের পাশাপাশি ভাল ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করে ৮ উইকেটে বাংলাদেশেরলেজেন্ডসের হারিয়ে দিল নিউ জিল্যান্ড লেজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এইবারই অভিষেক হয়েছে নিউ জিল্যান্ড লেজেন্ডসের। নিউ জিল্যান্ড ব্রিগেডে রয়েছেন অতীতের তারকা ক্রিকেটাররা। স্কট স্টাইরিস, কাইল মিলস, হপকিন্স এবং রেস টেলরদের মতো তারকাদের নিয়েই তৈরি হয়েছে এবার নিউ জিল্যান্ড লেজেন্ডস ব্রিগেড। কিন্তু এবারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি তারা। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল। প্রতিযোগিতায় টিকেথাকতে হলে বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে জিততেই হত নিউ জিল্যান্ডস লেজেন্ডসকে।

১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রস টেলর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন ২০ ওভারের পরিবর্তে ম্যাচহয়েছিল ১১ ওভারের। সেখানেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন নিউ জিল্যান্ড লেজেন্ডস অধিনায়ক গ্যারেথ হপকিন্স। টি টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করে জেতার পরিসংখ্যানটাই এখন বেশী। নিউ জিল্যান্ড লেজেন্ডসও সেই রাস্তাতেই হেঁটেছিল এবার। সেইসঙ্গে সদ্য অবসর নিয়ে তাদেরদলে যোগ দেওয়া রস টেলরের দিকেও এবার তাকিয়েছিল সকলে। ব্যাট হাতে টেলরের ঝড় আবারও দেখতে পেল বিশ্ব ক্রিকেট প্রেমীরা।

নিউ জিল্যান্ড বোলারদের সামনে এদিন বাংলাদেশ লেজেন্ডসের ওপেনিং জুটে দাঁড়াতেই পারেনি। কাইল মিলসের দুর্ধর্ষ দাপটে নাজিমুদ্দিন ফিরেছেন ০ রানে এবং আফতাব আহমেদ ফিরেছেন ১৩ রানে।  শুরু থেকেই বাংলাদেশ লেজেন্ডসের ওপর চাপ বহাল রেখেছিল নিউ জিল্যান্ড লেজেন্ডস। তবে মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে অলোক কাপালি ও ধীমান ঘোষ যদি হাল না ধরতে তাহলে, এদিন বাংলাদেশ লেজেন্ডস ৫০ রানের গন্ডী টপকাতে পারত কিনা সন্দেহ রয়েছে। যদিও  তাদের পার্টনারশিপে ভর করে ৯৮ রানে পৌঁছেছিল বাংলাদেশ লেজেন্ডস।

অলোক কাপালি করেমন ২১ বলে ৩৭ এবং ধীমান ঘোষ করেন ৩১ বলে ৪২।  নিউ জিল্যান্ড লেজেন্ডসের সামনে লক্ষ্য ছিল ৯৯ রান। শুরু থেকেই নিউ জিল্যান্ড লেজেন্ডসের ব্যাটাররা ছিলেন এদিন বিধ্বংসী মেজাজে।  এদিন অবশ্য সকলের চোখ ছিল রস টেলরের দিকে। ব্যাট হাতে আবারও সেই পুরনো ফর্মেই দেখা গেল এই কিউই তারকাকে। ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। সঙ্গে ডিন ব্রনউইলের ১৯ বলে ৩১ রানের ইনিংস।

৯ বল বাকি থাকতেই বাংলাদেশ লেজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রথম জয় তুলে নিল নিউ জিল্যান্ড লেজেন্ডস।