অনন্য নজির উইলিয়ামসন-বোল্টের

Kane Williamson. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

অনন্য নজির নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ট্রেন্ট বোল্টের। ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ডের এই দুই তারকা ক্রিকেটার। এর পর এই বছরের জুনে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। এবং সেই ফাইনাল কিউয়িরা জিতেছে।

Advertisement
Advertisement

আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছে নিউজিল্যান্ড। দুই কিউয়ি ক্রিকেটার এই ফর্ম্যাটের বিশ্বকাপ ফাইনালও খেলছে। স্বাভাবিক ভাবেই তাঁদের এই রেকর্ড অনন্য।

অন্যদিকে, নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চেপড়া বলেন, তিনি কখনই ভাবেননি যে এই দুটো দল অর্থাৎ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া কখনই এবারের বিশ্বকাপের ফাইনালে উঠবে। এই দুই দল ফাইনালে ওঠায় বেশ চমকেছেন তিনি। তবে এদিনের ফাইনাল ম্যাচ বলতে গিয়ে আকাশ চোপড়া জানান দু দলের বাঁহাতি পেসাররা বড় ভূমিকা পালন করতে পারে। দুটোর বেি উইকেট তুলেত পারে তারা। তিনি জানিয়েছেন সোধির থেকে বেশি উইকেট তুলে নেবেন জাম্পা। এদিকে ফিঞ্চের থেকে বেশি রান করবেন গাপটিল। তবে আকাশ চোপড়া মনে করেন এদিনের ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া।

আবার আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্টের আগে তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন হাত ভেঙে যায় ডেভন কনওয়ের। আর তারপরই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যানি এই ক্রিকেটার। তবে শুধু টি-২০ বিশ্বকাপ থেকেই নয় ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ এবং টেস্ট ম্যাচ থেকেও ছিটকে গেলেন ডেভন কনওয়ে। তাঁর জায়গায় বদলি হিসেবে দলে এসেছে ব্যাটিং অলরাউন্ডার ডারিল মিচেল।