তিন ক্রিকেটার নেওয়ার জন্য হাতে দশ দিন সময় লখনউ, আহমেদাবাদের

IPL
IPL. (Photo Source: IPL/BCCI)

১০ দিনের মধ্যে তিন ক্রিকেটার সই করাতে হবে আসন্ন আইপিএলের নতু দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আহমেদাবাদকে। শোনাযাচ্ছে ২২ জানুয়ারি পর্যন্ত নতুন তিন ক্রিকেটার নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজিকে। যাদের মধ্যে একজন বিদেশী এবং দুজন দেশীয় ক্রিকেটারকে নিতে পারবেন তারা। সোমবারই বৈঠকে বসেছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা। সেখানেই নাকি এইসমস্ত বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমে শোনা যাচ্ছিল চলতি মাসের শেষপর্যন্ত নাকি নতুন ফ্র্যাঞ্চাইজিকে সময় দিতে চলেছে বোর্ড। কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরই বদলে যায় সমস্ত জল্পনাটা। করোনার জন্য একসময় আইপিএলের মেগা নিলাম হওয়া নিয়েই সংশয় দেখা দিচ্ছিল। শোনা গিয়েছিল বেঙ্গালুরু থেকে নিলামের জায়গা অন্যত্র সরিয়ে নিতে পারে বোর্ড। একইসঙ্গে নিলামের দিনও নাকি পরিবর্তন হতে পারে।

এমন পরিস্থিতিতেই মঙ্গলবার জরুরী বৈঠকে বসেন বোর্ড কর্তারা। সমস্তরকম আলোচনা হওয়ার পর শেষপর্যন্ত বেঙ্গালুরুতেই নিলাম হওয়ার ব্যপারে গ্রীন সিগনাল মেলে। একইসঙ্গে ১২ ও ১৩ ফেব্রুয়ারিকে নিলাম হওয়ার দিন হিসাবে চূড়ান্ত মান্যতাও দেয় আইপিএল গভর্নিং কাউন্সিল। আর সেই সময়ই প্রশ্ন ওঠে যে এই দুই ফ্র্যাঞ্চাইজি তাদের তিন ক্রিকেটার নেওয়ার সময় কতদিন পর্যন্ত পাবে। সময় নষ্ট করতে নারাজ বোর্ড। সেইসঙ্গে সামনে নিলামের জন্য সময়ও রয়েছে আর মাত্র একমাস।

প্রথমে ৩১ জানুয়ারি শোনা গেলেও, সময়ে খানিকটা কাটছাঁট করারই সিদ্ধান্ত নেন আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা। ৩১-র বদলে লখনউ ও আহমেদাবাদকে ২২ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে নিলাম। হাতে সময় কম। প্রতিটি দল তাদের কাছে থাকা ক্রিকেটারের তালিকা দিলে তারপরই শুরু হবে নিলামের রেজিস্ট্রেশন। আর সেজন্যই নাকি দু সপ্তাহের পরিবর্তে ১০ দিন সময় বেঁধে দিয়েছে বোর্ড। নিয়ম অনুয়ায়ী এই সময় একজন বিদেশী এবং দুজন ক্রিকেটারকে নিতে পারবে এই দুই দল। যাদের মদ্যে ক্যাপড প্লেয়ার হবেন একজনই।

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলকে চাইছে নতুন আসা ফ্র্যাঞ্চাইজি  লখনউ। তাঁর সঙ্গে নাকি কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তারা দলের কোচ, সহকারী কোচ এবং মেন্টর ঠিক করে ফেলেছেন। এখন শুধুই অধিনায়ক ও দুজন ক্রিকেটার নেওয়ার কাজ চলছে সেখানে। সবকিছু ঠি্কঠাক চললে এবার নাকি সর্বোচ্চ দামে লোকেশ রাহুলকে নিতে পারে লখনউ ফ্র্যাঞ্চাইজি। যদিও সবটাই রয়েছে সম্ভাবনা স্তরে। আগমী দশ দিনে ভারতীয় ক্রিকেট মহলে কী কী চমক দেখা যায় তারই অপেক্ষায় সকলে।