প্রস্তুতি ম্যাচ না খেলার জন্যই এমন ব্যর্থতা ভারতের, মনে করছেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে বিশ্রীভাবে হেরে গিয়েছে ভারতীয় দল। সেঞ্চুরীয়নে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা থেকে শ্রেয়স আইয়ার সহ বাকি ক্রিকেটাররা। ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখার পরই সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। সেঞ্চুরীয়নের মতো মাঠে নামার আগে ভারতীয় দলের কোনওরকম প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়েই প্রশ্ন তুলেছেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে এক ইনিংস ও ৩২ রানে হেরে গিয়েছে ভারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল ভারতীয় দল। সেই ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। যদিও বাকি ব্যাটাররা অবশ্য ব্যর্থ হয়েই ফিরে গিয়েছিলেন সেই জায়গা থেকে। দ্বিতীয় ইনিংসেও সেই একই চিত্র দেখা গিয়েছিল।

দ্বিতীয় ইনিংসে ১৩১ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। রোহিত শর্মা সেই ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন। লোকেশ রাহুল থেকে শ্রেয়স আইয়াররাও বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এরপরই ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন সুনীল গাভাসকর। তাঁর মতে সেঞ্চুরীয়নে নামার আগে কোনওরকম প্রস্তুতি ম্যাচ না খেলাটাই ভারতীয় দলের সবচেয়ে বড় ভুল ছিল। এমন জায়গায় খেলতে নামার আগে ইনট্রাস্কোয়াড ম্যাচ কোনওরকম সাহায্য করে না বলেই মনে করছেন প্রাক্তন এই কিংবদন্তী ক্রিকেটার।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “এখানে হারের কারণটা একেবারেই সহজ। কোনওরকম প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারতীয় দল। যদি সোজাসুজদি একেবারে টেস্ট ম্যাচ খেলতে যাওয়া হয় তবে কখনোই সেটা সিক ফলাফল পাওয়ার মতো হয় না। হ্যাঁ এখানে ভারতীয় এ দল পাঠানো হয়েছে। কিন্তু সেটা টেস্ট ম্যাচের আগেই পাঠানো উচিত্ ছিল। এখানে আসার পর প্রস্তুতি ম্যাচ খেলাটা উচিত্ ছিল। সেখানে ইন্ট্রাস্কোয়াড ম্যাচ খেলাটা একটা মজার চেয়ে কম কিছু না। কারণ তোমার দলের বোলাররা কী সেরকম গতিতে বোলিং করতে পারবেন। তাদের ব্যাটারদের চোটের কথা ভেবে এমন বাউন্সারও কী তারা করার সাহয় দেখাবেন”।

তৃতীয় দিন মাত্র ১৩১ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ব্রিগেড। বিরাট কোহলির ৭৬ রান বাদ দিলে কোনও ভারতীয় ব্যাটারের রানই এদিন চোখে পড়ার মতো ছিল না। দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।