ভরতকে আউট করতেই আরও একটি রেকর্ড গড়লেন ন্যাথান লায়ন

ভারতের মাঠে মাত্র ১১ টেস্টে ৫৬ উইকেট নিয়েছেন লায়ন

Nathan Lyon
Nathan Lyon. (Photo Source: BCCI)

অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লায়ন ভারতের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের চতুর্থ টেস্টেও রেকর্ড ভাঙা অব্যাহত রেখেছেন। গত সপ্তাহে ইন্দোরে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে বর্ডার-গাভাস্কার ট্রফির ইতিহাসে শীর্ষস্থানীয় উইকেট শিকারী হওয়ার পরে লায়ন রবিবার (১২ মার্চ) আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে একটি নতুন বোলিং রেকর্ড নিজের নামে করেছেন। ৩৫ বছর বয়সী অফ-স্পিনার ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে বিদেশী বোলার হিসেবে ভারতে আয়োজিত টেস্ট ম্যাচে শীর্ষস্থানীয় উইকেট শিকারী হয়েছেন।

ভারতের প্রথম ইনিংসের ১৩৭তম ওভারের চতুর্থ বলে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কেএস ভরতকে ৪৪ রানে আউট করে লায়ন ভারতে তাঁর ৫৫তম টেস্ট উইকেট তুলে নেন। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার ডেরেক আন্ডারউড ভারতের বিরুদ্ধে ভারতের মাঠে মোট ৫৪ টেস্ট উইকেট নিয়েছিলেন। আন্ডারউড ৫৪ উইকেট নিতে মোট ১৬ টেস্ট খেলেছিলেন, যেখানে কেবল ১১তম টেস্টেই লায়ন এই রেকর্ড ভেঙে নিজের নামে করেছেন।

ভারতীয় ক্রিকেটার ব্যতীত অন্য কোনো বোলারের ভারতে লায়নের চেয়ে বেশী টেস্ট উইকেট নেই। আহমেদাবাদের ব্যাটিং-সহায়ক পিচেও একটি রেকর্ড নিজের নামে করায় নিঃসন্দেহে খুব গর্বিত হবেন লায়ন। ভরতকে আউট করার পরে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নিয়ে রেকর্ড আরও উন্নত করেন লায়ন।

ভারতের মাঠে টেস্টে বিদেশী বোলারদের সর্বাধিক উইকেট

পজিশন বোলার দেশ ম্যাচ উইকেট
ন্যাথান লায়ন অস্ট্রেলিয়া ১১* ৫৬*
ডেরেক আন্ডারউড ইংল্যান্ড ১৬ ৫৪
রিচি বেনো অস্ট্রেলিয়া ৫২
কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ ৪৩
মুত্তাইয়া মুরালিথারান শ্রীলঙ্কা ১০ ৪০

শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রাম, জেমস অ্যান্ডারসন, গ্লেন ম্যাকগ্রা, স্টুয়ার্ট ব্রডের মতো অনেক তারকা বোলার ভারতে একাধিক টেস্ট সিরিজ খেলতে এলেও, কেউই বিশেষ ছাপ ফেলতে পারেননি। অন্যদিকে, লায়ন তাঁর তৃতীয় ভারত সফরেই সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছেন।

তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অসামান্য ছন্দে ছিলেন লায়ন। ৬৪ রান দিয়ে আট উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করেন অভিজ্ঞ স্পিনার। চলমান টেস্ট শুরু হওয়ার আগে আন্ডারউডকে টপকানোর জন্য দুই উইকেটের প্রয়োজন ছিল লায়নের এবং শনিবার শুবমান গিলকে আউট করে রেকর্ড স্পর্শ করেছিলেন। ভারতের ইনিংস শেষে লায়ন ৬৫ ওভার বোলিং করে ১৫১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।