১০ উইকেট নিয়ে নতুন কীর্তি গড়ে আপ্লুত প্যাট কামিন্স

Pat Cummins
Pat Cummins. ( Photo Source: Morgan Hancock – CA/Cricket Australia via Getty Images )

পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন প্যাট কামিন্স। বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পিছনে যে অন্যতম প্রধান কারিগড় প্যাট কামিন্স তা বলার অপেক্ষা রাখে না। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গেই এক নতুন রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। মিচেল স্টার্ক ও ন্যাথান লিয়নের সঙ্গে এলিট তালিকায় নাম তুললেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। আর তাতেই আপ্লুত হয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা অধিনায়ক।

পাকিস্তানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট তুলে নিয়েছেন প্যাট কামিন্স। আর তাতেই এলিট তালিকায় নিজের নাম তুলেছেন তিনি। তিনিই অস্ট্রেলিয়া ক্রিকেটের সেরা ১০ বোলারের তালিকায় নাম উঠেছে এবার প্যাট কামিন্সের। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেই তালিকায় একমাত্র রয়েছেন মিচেল স্টার্ক ও ন্যাথান লিয়ন। এবার সেই তালিকাতেই নাম ঢুকেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এমন কীর্তি গড়তে পেরেই আপ্লুত হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছেন ১০টি উইকেট।

দুই ইনিংস মিলিয়ে ৯৭ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন প্যাট কামিন্স

কয়েকদিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানেই বল হাতে এই তারকা ক্রিকেটার ছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর নেতৃত্বেই এবার ওডিআই বিশ্বকাপ জয়ের হেক্সা করেছে অস্ট্রেলিয়া। সেই ধারা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বজায় রেখেছেন তারা। সেখানেই প্যাট কামিন্স ছিলেন বিধ্বংসী মেজাজে। দ্বিতীয় টেস্ট এবং সিরিজ জয়ের পিছনে যে প্যাট কামি্ন্সই ছিলেন প্রধান কারিদড় তাও বলার অপেক্ষা রাখে না।  সেখানেও প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ৪৮ রানে ৫ উইকেট, তেমনই দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স পেয়েছেন ৪৯ রানে ৫ উইকেট।

একইসঙ্গে কেরিয়ারের ২৫০টি টেস্ট উইকেটও তুলে নিয়েছেন প্যাট কামিন্স। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “ন্যাথান লিন এবং মিচেল স্টার্ক আমাকে তাদের ক্লাবে স্বাগত জানিয়েছেন। তাদের ধরতে পেরেছেই আপ্লুত আমি। সত্যিই আমি গর্বিত যে সেখানে আমার নাম উঠেছে। টেস্ট ক্রিকেটের মঞ্চে এমন প্রাপ্তি সত্যিই আমার কাছে অত্যন্ত স্বস্তির”।

এদিন টেস্ট কেরিয়ারে ২৫০টি উইকেটের মালিক হয়েছেন প্যাট কামিন্স। একইসঙ্গে তিনিই প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসাবে বক্সিং ডে টেস্টের মঞ্চে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন প্যাট কামিন্স। তিনি একাই তুলে নিয়েছেন ইমাম উল হক, শান মাসুদ এবং মহম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের।