নিউ জিল্যান্ডকে তারা ৯৮ রানে শেষ করে দেবে ভাবতে পারেননি নাজমুল হোসেন শান্ত

Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto. ( Image Source: Twitter )

এদিন ওডিআই ফর্ম্যাটে এক নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে প্রথম ওডিআই জিুতেছে বাংলাদেশ ব্রিগেড। এই দিনটা যে বাংলাদেশ ক্রিকেটের কাছে একটা স্মরণীয় দিন তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের ব্যাটারদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগও দেননি বাংলাদশের বোলাররা। মাচত্র ৯৮ রানেই নিউ জিল্যান্ডের মতো দলকে শেষ করে দিয়েছিল বাংলাদেশ ব্রিগেড। ম্যাচ শেষে এই ঘটনা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও হতবাকই করছে।

নিউ জিল্যান্ডের ঘরের মাঠে তাদেরকে ১০০ রানও যে তারা টপকাতে দেবে না এমনটা নাকি নাজমুল হোসেন শান্ত নিজেও ভাবতে পারেননি। কিউই বাহিনীর বিরুদ্ধে এদিন দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশের তারকা বোলাররা। সেখানেই তারকা খচিত নিউ জিল্যান্ড ব্যাটিং লাইনআপকে ১০০ রানও টপকাতে দেয়নি তারা। সেখানেই মাত্র ৯৮ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড ব্রিগেড। এই জয় যে বাংলাদেশের আত্মবিশ্বাস যে আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

নিউ জিল্যান্ডের ঘরের মাঠে প্রথম ওডিআই জয় বাংলাদেশের

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই গোটা সিরিজেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাংলাদেশের বোলাররা। সেই পারফরম্যান্স নিয়ে আপ্লুত বাংলাদেশের টেস্ট দলের অধনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষম্যাচে যে তাদের দলের বোলাররা এমন পারফরম্যান্স দেখাবেন কা নাকি নিজেই ভাবতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে এটাই এখনও পর্যন্ত ঘরের মাঠে সর্বোনিম্ন স্কোর নিউ জিল্যান্ডের। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত নাজমুল হোসেন শান্ত।

এই প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “নিউ জিল্যান্ড যে ৯৮ রানে অল আউট হয়ে যাবে ওরকম তো আশাই করতে পারিনি। তবে আমরা গোচটা সিরিজেই ভাল পারফরম্যান্স করার চেষ্টাটা চালিয়ে গিয়েছি। এদিন যখন লম্বা সময় ধরে আমরা বোলিং করেছি,. সেই সময়ই পরপর উইকেট তুলে নিতে পেরেছি। কিন্তু এমনটা কখনোই আশা করি যে তাদের ১০০ কিংবা ৯৮ রানে শেষ করে দিতে পারব।  পরিকল্পনা ছিল ভাল জায়গায় দীর্ঘ সময় ধরে বোলিং করে যাওয়া। আজকে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে তাতে খুবই গর্ববোধ করছি”।

এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ধাক্কাটা দিয়েছিলেন তানজিম। এরপর শোরিফুলের তিন উইকেট নিউ জিল্যান্ডের সমস্ত আশাই শেষ করে দিয়েছিল।