টেস্টে সেঞ্চুরী করে বিরাট কোহলিদের এলিট তালিকায় নাজমুল হোসেন শান্ত

Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto. ( Image Source: Twitter )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই বাংলাদেশের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসাবে টেস্ট অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলি, জো রুটদের সঙ্গে এলিট তালিকায় নাম তুললেন এই তরুণ ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হওয়ার পর প্রথম টেস্টে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানেই দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে দলের হাল যেমন সামলেছেন। সেখানেই সেঞ্চুরী ইনিংস খেলে নতুন এক নজির গড়েছেন এই তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেকেই সেঞ্চুরী করে বিরাট কোহলিদের তালিকায় নাম তুলেছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়েছিল নিউ জিল্যান্ড। সেখানেই বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউ জিল্যান্ড করেছিল ৩১৭ রান। সাত রানের লিড নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল নিউ জিল্যান্ড। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলার প্রয়োজন ছিল বাংলাদেশের।

১৯৮ বলে ১০৫ বলের ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত

সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বেশ চাপেও পড়ে গিয়েছিল বাংলাদেশ ব্রিগেড। সেই পরিস্থিতি থেকেই মাঠে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি একা হাতেই এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেখানে সেঞ্চুরী করেই নজির গ়ড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ইনিংস খেলার সঙ্গেই এলিট তালিকায় নাম তুললেন এই তরুণ ক্রিকেটার।

বিশ্ব ক্রিকেটে ৩২ তম ক্রিকেটার হিসাবে টেস্টের অধিনায়ক হিসাবে অভিষেকেই সেঞ্চুরী করেছেন নাজমুল হোসেন শান্ত। এবারের বিশ্বকাপের পরই বাংলাদেশ শিবিরে বেশ কিছু পরিবর্তন এসেছে। এরপর এই প্থমবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশ। সেখানেই টেস্ট অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেকেই নতুন নজির গড়েছেন নাজমুল হোসেন শান্ত।

তবে চতুর্থ দিনই সাজঘরে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তৃতীয় দিন ১০৪ রানে ক্রিজে ছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও চতুর্থ দিনের শুরুতেই থামতে হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। সেখানেই শেষপর্যন্ত ১০৫ রানে থেমেছেন নাজমুল হোসেন শান্ত। ১৯৮ বলে ১০৫ রানের ইনিংস জুড়ে রয়েছে ১০টি বাউন্ডারি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের পাহাড়ে বাংলাদেশ।