আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম শতরান করলেন মুশফিকুর রহিম

Mushfiqur Rahim
Mushfiqur Rahim. (Photo Source: MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দেশের হয়ে দ্রুততম শতরান করার রেকর্ড করলেন। ২০শে মার্চ, সোমবার, সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৬০ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। রহিমের শতরানের হাত ধরে ওডিআই ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান করার রেকর্ড করল বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই তারা এর পূর্বের সর্বোচ্চ রানের রেকর্ডটি করেন।

রহিমের ইনিংসে ছিল ১৪টি চার এবং ২টি ছয়। তিনি হৃদয়ের সঙ্গে ১২৮ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপও করেন। হৃদয় ৪টি চার এবং ১টি ছয় সহ ৩৪ বলে ৪৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। লিটন ৭১ বলে ৭০ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। শান্ত ৩টি চার এবং ২টি ছয় সহ ৭৭ বলে ৭৩ রান করেন। এই ম্যাচে আয়ারল্যান্ডের সবথেকে সফল বোলার ছিলেন গ্রাহাম হিউম। তিনি ১০ ওভারে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। মার্ক অ্যাডায়ার এবং কার্টিস ক্যাম্ফার যথাক্রমে ১০ ওভারে ৬০ রান এবং ১০ ওভারে ৭৩ রান দিয়ে ১টি করে উইকেট পান।

রহিমের আগে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরান করার রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের নামে। তিনি ১৪ বছর আগে, ২০০৯ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন।

তৃতীয় খেলোয়াড় হিসেবে বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে ৭০০০ রান করলেন মুশফিকুর রহিম

একই দিনে দুটি রেকর্ড করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ওডিআই ক্রিকেটর ইতিহাসে দ্রুততম শতরান করার পাশাপাশি তিনি দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। তিনি বাদে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের নামে এই রেকর্ড রয়েছে।

দ্বিতীয় একদিনের ম্যাচের আগে রহিম এই মাইলফলক স্পর্শ করা থেকে মাত্র ৫৫ রান দূরে ছিলেন। প্ৰথম ইনিংসের ৪৪ তম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে চার মেরে ৭০০০ রান সম্পূর্ণ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি সাকিব এবং তামিমের চেয়ে যথাক্রমে ২২ এবং ১৪ ইনিংস বেশি খেলে এই রানে পৌঁছেছেন। এটি বাংলাদেশের হয়ে রহিমের ২৪৫তম ম্যাচের ২৩০তম ইনিংস ছিল। বৃষ্টির কারণে এই ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি।