সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মুরলী বিজয়ের

Murali Vijay
Murali Vijay. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ভারতীয় দলে তাঁর আর সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই। সোমবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মুরলী বিজয়। ট্যুইটারে এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করেই  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ৩৮ বর্ষীয় মুরলী বিজয়। ২০১৮ সলে সেষবার ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে খেলেছিলেন। একটানা খারাপ পারফরম্যান্সের জেরে এরপর আর ভারতীয় দলে সুযোগ হয়নি মুরলী বিজয়ের। ঘরোয়া ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে আর দো যাবে না এই তারকা ক্রিকেটারকে।

একসময় ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন মুরলী বিজয়। দেশের জার্সিতে টেস্টের মঞ্চে ওপেনারের জায়গাতেই খেলতেন তিনি। কিন্তু ২০১৮ সাল থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া শুরু হয় তাঁর। সেই বছর মাত্র একটিই সেঞ্চুরী করতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার। বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধেই সেই সেঞ্চুরী এসেছিল মুরলী বিজয়ের। কিন্তু এরপর আর ভাল পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরই তাঁকে দল থেকে বসানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।

ভারতের হয়ে ৬১ টি টেস্ট খেলেছেন মুরলী বিজয়

শেষ পাঁচ বছরে আর ভারতীয় দলে ডাক পাননি মুরলী বিজয় । কয়েকদিন আগেই ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিলনাড়ুর এই ব্যটার। নতুন বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে ১২টি সেঞ্চুরী এবং ১৫টি অর্ধশতরান রয়েছে মুরলী বিজয়ের।  দেশের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তাঁর রান রয়েছে ৩৯৮২।

ট্যুইটারে একটি আবেগতাড়িত বার্তা দিয়ে মুরলী বিজয় জানেিয়েছেন, “আজ আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ধরণের ফর্ম্যাট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত ঘোষণা করছি আমি। ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই সফরটা আমার জীবনে অন্যতম সেরা একটা সময়। দেশের জার্সিতে সর্বোচ্চ জায়গায় পারফর্ম করতে পেরে আমি আপ্লুত। বিসিসিআই, চেন্নাই সুপার কিংস এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন আমায় যে খেলার সুযোগ করে দিয়েছে, তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমার সতীর্থ, কোচ এব সাপোর্টস্টাফ সকলের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাদের সাহায্যেই আমার দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন সফল হয়েছিল”।

দেশের জার্সির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও কিন্তু যথেষ্ট সফল হয়েছিলেন মুরলী বিজয়।  একইসঙ্গে আইপিএলের মঞ্চেও মুরলী বিজয় ছিলেন অন্যতম সফল একজনম ক্রিকেটার। চেন্নাই সুার কিংসের হয়েই খেলেছেন তিনি। সেখানেই ১০৬টি ম্যাচ খেলে ২৬১৯ রান রয়েছে মুরলী বিজয়ের। আইপিএলের মঞ্চে জোড়া সেঞ্চুরীও রয়েছে এই ক্রিকেটারের। সোমবার আন্তর্জাতিক কেরিয়ারেই ইতি টানলেন মুরলী বিজয়।