রাজস্থানকে হারিয়ে ২ জোড়া রেকর্ড রোহিত ব্রিগেডের

Mumbai Indians. (Photo Source: IPL/BCCI)

বড় টিমের ফিরে আসা বোধহয় এভাবেই হয়। এককথায় মুম্বই ইন্ডিয়ান্স দেখিয়ে দিল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়াতে হয় কীভাবে। মঙ্গলবার রাজস্থান রয়্যালসকে মাত্র ৯০ রানে ইনিংস শেষ করায় মুম্বইয়ের দূরন্ত বোলিং। আর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৭০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত ব্রিগেড। সেই সঙ্গে এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও হয়ে গেল। সেই রেকর্ডগুোল কি কি এক নজরে দেখে নেওয়া যাক –

Advertisement
Advertisement

১) রোহিত শর্মা নিজের ১৩ বলে ২২ রানের ছোট্ট ইনিংস খেলে আউট হয়েছিলেন। কিন্তু এই ইনিংসে একটি চার ও দু’টি ছক্কা হাকান। এর ফলেই প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছয় মারার অনন্য নজির গড়ে ফেলেন হিটম্যান। যদিও এই তালিকায় শীর্ষে থাকা ক্রিস গেইল (১০৪২) ও দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ কায়রন পোলার্ডের (৭৫৮) থেকে তিনি বেশ কিছুটা পিছিয়ে।

২) দ্বিতীয় রেকর্ড বুম বুমরার।রাজস্থান ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। আর এই ম্যাচে তাঁর করা ১৮টা ডট বল, আইপিএলের ইতিহাসে এক ম্যাচে কোন মুম্বই বোলারদের মধ্যে সর্বোচ্চ।

৩) মুম্বই প্রথম আইপিএল দল, যারা ২০ ওভারের ম্যাচে দ্বিতীয়বার ১০ ওভারের আগেই নিজের জয়ের লক্ষ্যে পৌঁছয়। এর আগে ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫.২ ওভরেই তারা ৬৮ রান তাড়া করে ম্যাচ জেতে।

৪) এই প্রথম আইপিএলের ইতিহাসে কোনও দল গোটা ২০ ওভার ব্যাট করার পর প্রতিপক্ষ ১০ ওভারের নীচেই প্রয়োজনীয় রানের লক্ষ্যে পৌঁছে যায়।