আইপিএল ২০২৩: উন্মোচিত হল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন জার্সি

২রা এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিযান শুরু করবে মুম্বাই

Mumbai Indians jersey
Mumbai Indians jersey. (Photo Source: Mumbai Indians)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণের তিন সপ্তাহ আগে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ২০২৩ মরসুমের জন্য তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ১০ই মার্চ, শুক্রবার, নতুন জার্সির ডিজাইন প্রকাশিত হয়েছে। নতুন জার্সির ডিজাইন দেখে স্বাভাবিকভাবেই ফ্যানরা উচ্ছ্বসিত।

নীল ও সোনালী রঙের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই। জার্সিটির উভয় পাশে সোনালি স্ট্রাইপসহ নীলের গাঢ় ও হালকা শেডের মিশ্রণ রয়েছে। ফ্র্যাঞ্চাইজির জার্সির এমন ডিজাইনের অনুপ্রেরণা শহর, সংস্কৃতি, সংগ্রাম এবং স্বপ্ন যা প্রচেষ্টা ও শ্রেষ্ঠত্ব দ্বারা চালিত। গত মরসুমে ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পাওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার অধীনে এই মরসুমে ঘুরে দাঁড়াতে চাইবে।

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ১৬তম সংস্করণে রেকর্ড ষষ্ঠবারের জন্য শিরোপা জেতার লক্ষ্য রাখবে। মার্ক বাউচারের প্রশিক্ষণাধীন খেলোয়াড়রা ২রা এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই মরসুমে যাত্রা শুরু করবে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এই মরসুমে তাদের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে পাবে না। এখনও তাঁর পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। এই শূন্যস্থান তারা কীভাবে পূরণ করে সেই দিকে নজর থাকবে। অন্যদিকে, ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার আগের মরসুমে একটিও ম্যাচ না খেলার পরে আসন্ন সংস্করণে ফিরে আসতে প্রস্তুত। জেসন বেহ্‌রেনডর্ফ তাঁকে সহায়তা করবেন বলে আশা করা হচ্ছে। যদিও আরেক পেসার ঝাই রিচার্ডসনের চোট দলের জন্য উদ্বেগের কারণ।

স্পিন বোলিং বিভাগ বিশেষ উজ্জ্বল নয় মুম্বাইয়ের। পীযূষ চাওলার মতো অভিজ্ঞ স্পিনারকে স্কোয়াডে নেওয়া হলেও তিনি সাম্প্রতিক সময়ে খুব বেশী ম্যাচে খেলেননি। এ ছাড়া কুমার কার্তিকেয়া ও হৃতিক শোকিনদের উপর ভরসা করে থাকতে হবে রোহিতকে।

আইপিএল ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষান, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, জোফ্রা আর্চার, টিম ডেভিড, মহম্মদ আরশাদ খান, রামনদীপ সিং, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকার, ট্রিস্টান স্টাবস, কুমার কার্তিকেয়া, জেসন বেহ্‌রেনডর্ফ, আকাশ মাধওয়াল, ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, পীযূষ চাওলা, ডুয়ান য়্যানসেন, বিষ্ণু বিনোদ, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, রাঘব গোয়াল।