আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডের শক্তি থেকে দুর্বলতা

Mumbai Indians
Mumbai Indians. (Image Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে অন্যতম সফল দলের তকমা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবারের আইপিএল সুরু হওয়ার আগে খানিকটা সমস্যার মধ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষত তাদের সমর্থকদের নিয়েই সমস্যায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের নিলামের আগেই সবচেয়ে বড় চমক দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে সেই জায়গায় হার্দিক পান্ডিয়াকে দলে এনেছিল তারা।  গুজরাত টাইটান্স থেকে বড় দামেই যে হার্দিক পান্ডিয়াকে তুলে নেওয়া হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলেও য়ে মুম্বই ইন্ডিয়ান্স অন্যতম চ্যাম্পিয়নের দাবীদার তা বলার অপেক্ষা রাখে না। বিশেশ করে হার্দিক পান্ডিয়া ফিরে আসার পর যে মুম্বই ইন্ডিয়ান্স এখন অনেকটাই শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও তাদের রয়েছে সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের মতো তারকা ক্রিকেটাররা। তাদের ব্যাটিংটা অন্যতম শক্তিশালী। তবে মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতাও রয়েছে বেশ কয়েকটা জায়গায়। বিশেষ করে বোলিং লাইনআপেই মুমুম্বই ইন্ডিয়ান্সের কয়েকটা জায়গাতে বেশ দুর্বলতা রয়েছ। দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি থেকে দুর্বলতা সহ সমস্তকিছু।

শক্তি

এবারপের আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তিশালী জায়গা হল তাদের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার। সব জায়গাতেই মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট ব্যালান্সড। ওপেনিংয়ে তাদের রয়েছে রোহিত শর্মা এবং ঈশান কিষাণ জুটি। সেইসঙ্গে মিডল অর্ডারে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা। একইসঙ্গে শেষের দিকে রয়েছেন টিম ডেভিড। এই ক্রিকেটাররা যে যেকোনও পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রাখে তা বলার অপেক্ষা রাখে না।

দুর্বলতা

আসন্ন আইপিএলের মঞ্চে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের অন্দরে দুটো জায়গায় দুর্বলতা রয়েছে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সে এবার কোনও তারকা স্পিনার নেই। পীযূষ চাওলার পর সেভাবে কোনও বড় স্পিনার নেই এই শিবিরে। শ্রেয়স গোপালকে তারা দলে নিলেও সেই সমস্যাটা পূরণ করতে পারবে না। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের আরও একটা দুর্বলতা হতে পারে তাদের ব্যাকআপ ওপেনার না রাখা। কারণ রোহিত শর্মা কিংবা ঈশান কিষাণের মধ্যে কারোর চোট হলে সেই জায়গায় ওপেনিং কে করবেন সেটা নিয়ে চিন্তায় পড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

সুযোগ

এবারের আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ৩০ বর্ষীয় এই তারকা অল রাউন্ডার যে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। হার্দিক পান্ডিয়ার ফর্ম এবং দলে থাকাটা যে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে একটা বড়সড় সুযোগ হতোে পারে তা বলার অপেক্ষা রাখে না।

চিন্তার কারণ

এবারই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদে বদল এসেছে। রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়া পয়েছেন অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে নানান অসন্তোষ দেখা যাচ্ছে। শোনাযাচ্ছে  দলের বেশ কয়েকজন সদস্যও নাকি রোহিত শর্মার অধিনায়ক না থাকা নিয়ে খুশি নন। দলের অন্দরের পরিবেশ ও মানসিকতা একটা চিন্তার কারণ হতেই পারে।