এক মরসুমে সর্বাধিকবার ২০০+ রান সফলভাবে তাড়া করার রেকর্ড করল মুম্বাই ইন্ডিয়ান্স

সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বাইয়ের জয়ের নায়ক ক্যামেরন গ্রিন

Cameron Green
Cameron Green. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ প্লে-অফের লড়াইয়ে বেঁচে থাকার জন্য সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতেই হত এবং ৮ উইকেটের দাপুটে জয়ের মাধ্যমে আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। ২০১ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছেছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরন গ্রিন তাঁর সেরাটা তুলে ধরেছিলেন এবং তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরি করে মুম্বাইকে প্লে-অফের দাবীদার হিসেবে টিঁকিয়ে রাখেন।

গ্রিনের পাশাপাশি ব্যাট হাতে অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন রোহিত। সানরাইজার্স হায়দ্রাবাদের হতশ্রী বোলিং ও ফিল্ডিংও দায়ী ছিল মুম্বাইয়ের জয়ের জন্য। বল হাতে তারা শৃঙ্খলাবদ্ধ ছিল না এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচও ফেলেছিল। এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম আইপিএল দল হিসেবে এক মরসুমে চারবার ২০০ রানের বেশী লক্ষ্য তাড়া করার রেকর্ড করেছে।

একটি আইপিএল মরসুমে সর্বাধিকবার সফলভাবে ২০০+ রান তাড়া করার রেকর্ড

৪ – মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৩)

২ – পাঞ্জাব কিংস (২০১৪)

২ – চেন্নাই সুপার কিংস (২০১৮)

৪৭ বলে গ্রিনের অপরাজিত ১০০ রানের ইনিংসে আটটি চার এবং আটটি ছক্কা ছিল। তিনি সূর্যকুমার যাদব (অপরাজিত ২৫)-এর সঙ্গে ৫৩ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট পার্টনারশিপে যুক্ত থেকে এমআইকে লক্ষ্য অবধি পৌঁছে দেন।

এমআই অধিনায়ক এই আইপিএলে তাঁর দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন ৩১ বলে এবং গ্রিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। এই ইনিংসের ফলে টি-২০ ফর্ম্যাটে ১১ হাজার রান অতিক্রম করা সপ্তম ব্যাটার হয়েছেন রোহিত।

পুরুষদের টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক রান

ক্রিস গেইল – ১৪৫৬২ রান

শোয়েব মালিক – ১২৫২৮ রান

কাইরন পোলার্ড – ১২১৭৫ রান

বিরাট কোহলি – ১১৯৬৫ রান

ডেভিড ওয়ার্নার – ১১৬০৯ রান

অ্যারন ফিঞ্চ – ১১৩৯২ রান

রোহিত শর্মা – ১১০১৬ রান

ম্যাচের আগে এমআই অধিনায়ক ১১ হাজার রান পূর্ণ করা থেকে ৪০ রানে পিছিয়েছিলেন এবং এই বিশাল কীর্তি অর্জন করতে বেশি সময় নষ্ট করেননি তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫০০০ রানের মাইলস্টোনেও পৌঁছেছেন এই আগ্রাসী ওপেনার। আইপিএলের ইতিহাসে কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে পাঁচ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

সামগ্রিকভাবে, তিনি ২৪১টি আইপিএল ম্যাচে ৬১৯২ রান করেছেন। তাঁর অবশিষ্ট রান এসেছিল ডেকান চার্জার্সের হয়ে কেরিয়ারের শুরুর দিকে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৭১৬২ রান করে তালিকার শীর্ষে রয়েছেন কোহলি।