ক্রিকেট থেকে অবসরের পর সেনাবাহিনীর সঙ্গে সময় কাটাতে চান এমএস ধোনি

MS Dhoni
MS Dhoni. (Image Source: IPL/BCCI)

এমএস ধোনির কী এটাই শেষ আইপিএল। গত মরসুমে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল এক নতুন জল্পনা। শেষপর্যন্ত কী হয় তাী তো সময়ই বলবে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি এখন থেকেই তাঁর অবসরের পরের ভাবনা ভাবতে শুরু করে দিয়েছেন। এক ভক্তের কথার জবাবেই নিজের ক্রিকেট অবসর পরবর্তী পরিকল্পনা জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার পর সেনাবাহিনীর সঙ্গেই নিজের বেশীরভাগ সময়া কাটাতে চান ভারতীয় দলের এই অধিনায়ক।

বরাবরই মহেন্দ্র সিং ধোনি সকলের থেকে আলাদা। তিনি যে কখন কোন সিদ্ধান্তটা নেবেন তা আগে থেকে কারোর পক্ষেই জানা সম্ভব নয়। যেমনভাবে হঠাত্ করে একদিন সোশ্যাল মিডিয়ায়  বার্তা দিয়ে অন্তর্জাতিক ক্রিকে থেকে অবসর নিয়েছিলেন এই প্রাক্তন ভারত অধিনায়ক। তেমনই হঠাত্ করে গত মরসুমে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। যদিও এই মরসুমে সেই ধোনির হাত ধরেই ফের একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারই তাঁর মুখে শোনা গেল অবসর পরবর্তী ভাবনার কথা।

এমএস ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

সরাসরি না বললেও, এই কথাই কিন্তু ধোনির অবসর ঘিরে জল্পনাটা আরও বাড়াবে। যদিও এমএস ধোনি এখনও তাঁর আইপিএল খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। সেইসঙ্গে আবার অবসরের পরবর্তী পরিকল্পনী নিয়েও মুখ খুলেছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। ভারতীয় সেমনাবাহিনীতে সাম্মানিক লেফটেন্যান্ট পদে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অবসরের পর সেই সেনাবাহিনীর সঙ্গেই নিজের বেশীরভাগ সময়টা কাটাতে চাইছেন এই তারকা ক্রিকেটার।

একটি অনুষ্ঠানে এক ভক্তের করা প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, আমি এখনও পর্যন্ত অবস্য এটা নিয়ে খুব একটা কিছু ভাবিনি। কারণ এমি এখনও ক্রিকেট খেলছি। এখনও আইপিএল খেলছি আমি। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট পরবর্তী আমি কী করব। তবে আমি এই ব্যপারে নিশ্চিত যে আমি সেই সময় সেনাবাহিনীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবো। কারণ শেষ কয়েক বছরে তেমনটা করার সুযোগ পাইনি আমি।

শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও সেই এমএস ধোনিই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। তাঁর নেতৃত্বেই নাবে তারা।  ধোনির পরিকল্পনা মাফিকই যে এবার ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র মতো ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংস তুলে নিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না।