বিজ্ঞাপনে অভিনয় ও প্রচারের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের শীর্ষে এমএস ধোনি

ধোনির বিরুদ্ধে দশটি গুরুতর অভিযোগ

MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

বিজ্ঞাপন শিল্পের স্ব-নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) দ্বারা সম্প্রতি প্রকাশ করা হয়েছে এ ক্রিকেটার এমএস ধোনি বিজ্ঞাপন প্রচারের নিয়ম লঙ্ঘন করেছেন। ASCI-এর মতে, সেলিব্রিটিদের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে কারণ তাঁদের মধ্যে অনেকেই তাঁদের কাজের যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।

Advertisement
Advertisement

এই তালিকায় ধোনি ছাড়া ইউটিউবার ভুবন ব্যামসহ বেশ কয়েকজন সেলিব্রিটি রয়েছেন। গত আর্থিক বর্ষে যেখানে ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেখানে ২০২৩ আর্থিক বর্ষে ৫০৩জন সেলিব্রিটির বিরুদ্ধে বিজ্ঞাপন সংক্রান্ত অভিযোগ এসেছে।

দ্য ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ASCI-এর রিপোর্টে বলা হয়েছে, “ভোক্তা সুরক্ষা আইনে এখন সেলিব্রিটিদের বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার সময় তাদের যথাযথ পরিশ্রমের প্রমাণ দাখিল করতে বাধ্য করা সত্ত্বেও, ASCI দ্বারা প্রক্রিয়াকৃত ৯৭ শতাংশ ক্ষেত্রে সেলিব্রিটিরা তাঁদের যথাযথ পরিশ্রমের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।”

ক্রিকেটার এমএস ধোনি সেলিব্রিটিদের তালিকার শীর্ষে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মোট ১০টি অভিযোগ রয়েছে। ইউটিউবার ও কমেডিয়ান অভিনেতা ভুবন ব্যামের বিরুদ্ধে সাতটি অভিযোগ রয়েছে। গেমিং, ক্লাসিক্যাল শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিগত যত্নর মতো ক্ষেত্রগুলিতে সবচেয়ে বেশী নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, ASCI রিপোর্টে বলা হয়েছে।

উল্লেখ্য, ধোনি এর আগে ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের কারণে বিতর্কের জড়িয়ে পড়েছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য একটি মামলা দায়ের করা হয়েছিল কারণ তিনি একটি ব্যবসায়িক ম্যাগাজিনে ভগবান বিষ্ণুর চেহারায় অবতীর্ণ হয়েছিলেন। যদিও ২০১৬ সালে সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দিয়েছিল।

আইপিএল ২০২৩-এ ফিনিশার হিসেবে পারফর্ম করছেন এমএস ধোনি

এদিকে, আইপিএল ২০২৩-এ এমএস ধোনি ফিনিশার হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি ১৩ ম্যাচে ১৯৬-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ৯৮ রান করেছেন। ব্যাট হাতে ধোনির আতশবাজি চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন-আপকে গভীরতা দিয়েছে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএসকের সংগ্রহে ১৫ পয়েন্ট।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচে জিতলে সিএসকে লিগ পর্ব শেষ করতে পারে দ্বিতীয় স্থানে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে তারা এবং সেই ম্যাচে হারলেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে পারবে ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য। তবে লখনউ সুপার জায়ান্টসও দ্বিতীয় স্থান দখলে রাখার জন্য লড়াইয়ে রয়েছে।